সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মাঝখানে

নিরীহ মানুষের হাতে অস্ত্র আসলে প্রথমে তারা নিজেকে শক্তিশালী ভাবতে আরম্ভ করে। তখন শক্তিশালীদের মতো আচরন করতে পছন্দ করে। যদিও তারা নিয়মিত শক্তিশালী নয় কিন্তু নিয়মিত শক্তিশালীদের আচরন দেখে অভ্যস্ত।

নিয়মিত শক্তিশালীদের প্রধান চরিত্র হচ্ছে নিরীহ সম্প্রদায়ের উপর অত্যাচার করা। তাই নিরীহ সম্প্রদায় যখন কিছু সময়ের জন্য অস্ত্র হাতে পায় তখন তারা অত্যাচার করা ব্যতীত অন্য কোনো শক্তিশালী আচরন খুঁজে পাই না।

প্রত্যেক আচরন শক্তিমুখী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন