সোমবার, ৮ আগস্ট, ২০১৬

ভুল

পরিবারের বড় সন্তান অল্প অভিজ্ঞতার কারনে ভুল করে অধিক। পরিবারের ছোট সন্তান অধিক অভিজ্ঞতার কারনে ভুল করে অধিক। পরিবারের একমাত্র সন্তান  ভুল করতে পারে এই বোধটুকু তার মনে সাধারনত জন্মে না।

ভুল করার কারনে কারো জীবন থেমে থাকে না, তবে কিছু সময় খসে পড়ে ভিন্ন যাত্রায়। ভুল করার কারনে কেউ কোনোদিন শয়তান পদবিও লাভ করে না, কেউ কেউ শয়তান হয়েছে ইচ্ছাকৃত দাম্ভিকতায়।

তারপরও বলি মানুষ কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ না, মানুষ চলমান সামাজিক জীব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন