রবিবার, ২১ আগস্ট, ২০১৬

ওগো

তারা শব্দের প্রথমে র' ফলা থাকলে র' ফলাকে উচ্চারন করতে প্রস্তুত নয়। ফলে গ্রাম, গ্রামীন, প্রান , ঘ্রান প্রভৃতি শব্দের উচ্চারন করে গেরাম, গেরামিন, পরান , গেরান।

তারা জিব্বার ওঠানামা, আগেপিছে নিয়মনীতির প্রতি যথেষ্ট পরিমানে উদাসীন। দেখা যায় টিব্যাগকে উচ্চারন করতেছে টিকেট। টিব্যাগের চা দাও বললে, তারা অনুবাদ করে জানতে চায় টিকেট চা কিনা। তখন বলি হ মামা, টিকেট চা।

তারা শব্দের সংক্ষিপ্তকরনে পটু। ওগো আমার আপাকে তারা আগঅ' বলে কাজ সমাধান করে ~ আগঅ  তুমি হুদুহুদি রাগ করতাছ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন