আকাশ তুলে নিয়েছে মুগ্ধ কিছু রাত, যদিও আকাশ আর মুগ্ধতার মাঝে অসীম ফারাক, যদিও মুগ্ধতা একাকাশের নাম, যদিও আকাশ এক মুগ্ধতার তলে ছাতিম প্রতাপ,
প্রতাপে মুগ্ধতায় লাল নীল দুনিয়া কৃষকের হাসি সরল মেয়ের সরল ম্যানিয়া, কামের ঘরে জমা থাকা কাম, মনের ঘরে জমা থাকা মন এক থেকে একাধিক চোখের আয়োজন-- দুটি চোখ কাছাকাছি এলে দুটি ঠোঁট রচনা করে হাওয়াগত দূরত্ব, মন কখনো থেমে যায় না গতিহীন নদীর মতো, মনে কেবল উড়ে আসে ইজিলোড প্রেম বার বার, বার বার প্রেমে পড়ে মনইমাম হারায় তার স্রোতপথ, নগ্ন হলে গোপন ঘরে নেমে আসে বীর্যপাত ক্ষমা, যুবক খুঁজে পায় দলবল শান্তির পল সুস্থ কামনায়,
আর কত অভদ্র হলে সুভদ্র হবে মানুষ?
আর কত সভ্য হলে মানুষ বানাবে আরো আরো বানোয়াট মুখ?
প্রতাপে মুগ্ধতায় লাল নীল দুনিয়া কৃষকের হাসি সরল মেয়ের সরল ম্যানিয়া, কামের ঘরে জমা থাকা কাম, মনের ঘরে জমা থাকা মন এক থেকে একাধিক চোখের আয়োজন-- দুটি চোখ কাছাকাছি এলে দুটি ঠোঁট রচনা করে হাওয়াগত দূরত্ব, মন কখনো থেমে যায় না গতিহীন নদীর মতো, মনে কেবল উড়ে আসে ইজিলোড প্রেম বার বার, বার বার প্রেমে পড়ে মনইমাম হারায় তার স্রোতপথ, নগ্ন হলে গোপন ঘরে নেমে আসে বীর্যপাত ক্ষমা, যুবক খুঁজে পায় দলবল শান্তির পল সুস্থ কামনায়,
আর কত অভদ্র হলে সুভদ্র হবে মানুষ?
আর কত সভ্য হলে মানুষ বানাবে আরো আরো বানোয়াট মুখ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন