রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

ঘন.

বহুল পাতারও একখান কথা থাকে
জীবিত গাছেরও কিছু কথা রয়েছে

প্রোফাইল পিকচারে ঝুলে থাকে ব্যক্তিগত কথা, সুখবোধ, আনন্দ
কালো চুলের আয়েসভের মাছের জালে ধরা দেয় না
তবে জালে আটকা পড়ে প্রাকৃতিক দাম্পত্য

মৃত পাতার রং ভুলে যায় বদল, ভুলে যায় নকল
নকলে নকলে টিকে আছে জীবন, ডাক্তার, বিজ্ঞানী , আইনস্টাইন
বাবুই পাখির ঘরে মৃত পাতার মহরত অযথা অযথা শিল্পের আওয়াজ

জীবন ঘন হয়ে বসবাস করে আশার ভেতর জলের মতো
ডাক্তার ভুলে গেছে গাছের কথা মৃত পাতার মনত্রী
বিনয় ভালো নেই প্রিয়তমা আমার, ও আমার গায়ত্রী

আমার দেহের মাটিতে ছিল সুস্থ কৃষক, ইঞ্জিনিয়ার, বাবুর্চি থেকে বিপ্লবী
তোমার পাতারা ভালো নেই,
নেই ভালো বাবুই পাখির নিশুতি ঘর
ফুল চায় মরে গিয়েও সাজাতে বাসর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন