মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

হ্বো

আসলে সব কিছু করার একটি মৌসুম আছে। আমাদের পরিবেশ আমাদেরকে মৌসুম উপযোগী করে গড়ে  তুলতে পারে নাই।

যেমন এখন আমার ইচ্ছা হচ্ছে তিনশ ফিট রাস্তার পাশে হেলাল ভাইয়ের চায়ের দোকানে বসে কোনো এক বন্ধুপ্রতীম  মানুষের সাথে আধা ঘন্টা ধরে এক কাপ চা খাওয়া। আবার আমার বন্ধুপ্রতীম মানুষটার হয়তো ইচ্ছা হচ্ছে স্নান শেষ করে কোনো এক প্রিয়তম বই আয়েস করে পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া।

আড্ডা দেয়ার সময়ে আমাদের বাড্ডা যেতে হয়, বাড্ডা যাওয়ার সময় হলে আমরা আড্ডায় যাই।

আমাদের ইচ্ছাগুলো ইচ্ছা হয়ে রই তবুও আমরা ইচ্ছা করি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন