বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বা সুদে ব অর্জু ন

 অর্জুন:  আপনি রাধাকে ভুলে যান গোবিন্দ।


গোবিন্দ পানসে নদীর জলে যেখানে প্রায় পাকা ধান আর মেঘে ঢাকা চাঁদের ছায়া পড়েছে সেখানে মায়াপড়া দৃষ্টিতে তাকিয়ে আছে।


অর্জুন: কিছু বলছেন না যে গোবিন্দ। 


গোবিন্দ: শরীরের কবর দেয় মানুষ— আত্মার কবর দেয় আল্লা— আমার আর রাধার সম্পর্ক আত্মার— একমাত্র আল্লাই আমাদের সম্পর্কের কবর দিতে পারে।

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অনর্গল নদী

 হ্যালো মাই ডিয়ার অনর্গল নদী 

সাগরের দেখা পাও যদি

বলিও

বলিও তারে

বৃষ্টি হয়ে যাবো তার বাড়ি 

সে এক আশ্চর্য সহনশীল আনন্দ— বামটান ডানটান 

গাছের ছায়ায় এক ভয়ানক গ্রাম 

ছায়ার সুরে মনোধর ঝড় তুফান তুলে

চোখে তার রাগের মিউজিয়াম কোলাহল করে

কাকলি বাতাস গভীর রাতে মৃত্যু গিলে

বলিও

বলিও তারে

জলের দুই পার বেদনায় একাকার

দুই পার এক হলে জলমনে হাহাকার

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বা সু দেব অ র্জু ন

 অর্জুন— সবাই কপালের টিপ নিয়ে ব্যস্ত কেনো?

বাসুদেব— কারন তাদের কপাল নির্ধারণ করে তাদের স্বামীরা।