বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বা সুদে ব অর্জু ন

 অর্জুন:  আপনি রাধাকে ভুলে যান গোবিন্দ।


গোবিন্দ পানসে নদীর জলে যেখানে প্রায় পাকা ধান আর মেঘে ঢাকা চাঁদের ছায়া পড়েছে সেখানে মায়াপড়া দৃষ্টিতে তাকিয়ে আছে।


অর্জুন: কিছু বলছেন না যে গোবিন্দ। 


গোবিন্দ: শরীরের কবর দেয় মানুষ— আত্মার কবর দেয় আল্লা— আমার আর রাধার সম্পর্ক আত্মার— একমাত্র আল্লাই আমাদের সম্পর্কের কবর দিতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন