সোমবার, ৩০ মার্চ, ২০২০

অভিযোগ পুড়িয়ে দাও প্রিয় তোমার মন থেকে

ভালোবেসে কথা বলি
মিষ্টি রোদে হেসে খেলি
বৃষ্টি এলে জলে ভিজি
মন ভেজাই প্রেমেতে
অভিযোগ পুড়িয়ে দাও বন্ধু তোমার মন থেকে ।।

ডাইনে নদী বায়ে কাটা
উপর আকাশ নিচটা ফাঁকা
শূন্যে শূন্যে শূন্য খাতা
প্রেমের সংখ্যা আনতে
অভিযোগ পুড়িয়ে দাও বন্ধু তোমার মন থেকে ।।

আকাশ থেকে তারা এনে
বাগান ফুলের গন্ধ দিনে
বাতাস দিয়ে ঘর বানিয়ে
রাখাল সাজি প্রেমেতে
অভিযোগ পুড়িয়ে দাও প্রিয় তোমার মন থেকে ।।

অনু ভাই আপনার প্রতি

অনু হোসেন,
আমাদের অনু ভাই ।

অনু ভাইয়ের সাথে কবে কখন আমার দেখা হয়েছিল মনে নেই।মনে আছে ভাই খুব সংক্ষিপ্ত করে কথা বলতেন । হাসি দিতেন দীর্ঘ করে।অনেক বর্ণনা দেয়ার মতো পজেটিভ বিষয়কে তিনি কেবল 'ভালো' বলেই সমাধান করে দিতেন বা উপসংহারে চলে যেতেন। ভাইয়ের 'ভালো' বলার অভ্যাসটি আমার খুব ভালো লাগতো।

ভাই আপনি তো 'ভালো' বলে চলে গেলেন, আমিও ভালোই আছি। আবার আপনার সাথে আমার দেখা হবে, না হয় কয়েকদিন পরে কয়েক যুগ পরে কয়েক শতাব্দি পরে কিন্তু দেখা হবে। মানসিকভাবে আপনি আছেন আমার সাথে আমাদের সাথে, আর মানুষ তো মানসিকভাবেই মানুষ। কেউ চলে গেলে তখন সে সত্যিকারভাবে থেকে যায়, আপনি অনেক সত্যি হয়ে এখন স্মৃতির আকাশে উড়ে বেড়ান ।
মনে আছে আপনার?
আপনার তো মনে থাকবেই , কারণ এখন ভুলে যাওয়ার ঊর্ধ্বে উঠে গেছেন আপনি-- আমরা লঞ্চ দিয়ে নবীনগর গিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর। আপনি আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছিলেন। লঞ্চে ফেরার সময় আকাশে চাঁদ ছিল ঝিরিঝিরি বাতাস ছিল আর ছিল গল্প। আপনি এখন আমাদের কাছে জীবন্ত গল্প। সুন্দর গল্প হওয়া জীবনের চেয়েও দীর্ঘমেয়াদী ব্যাপার।

আপনাকে আমার কখনো ভাল লাগত না, আপনাকে আমার কখনো খারাপ লাগত না-- ভালো না লাগা খারাপ না লাগার মানুষকে কী বলে সংজ্ঞায়িত করে আমি জানিনা। আপনি আমার কাছে কোন রোদের স্মৃতি না আপনি আমার কাছে কোন বৃষ্টির স্মৃতি না আপনি আমার কাছে কোন কুয়াশা না, আপনাকে ভালোবাসি বলতে ইচ্ছে করে না, আপনাকে ঘৃণা করার প্রশ্নই ওঠে না। তাহলে আপনি আমার কাছে কি!? এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এ প্রশ্নের উত্তরের আশাও করিনা ।

সরকার আমিন ভাইয়ের মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় কিন্তু আমি আপনাকে আমিন ভাইয়ের চেয়েও বেশি ভয় পেতাম। আপনাকে মনে হতো একটা নিয়মের মূর্তপ্রতীক যেখানে নিয়ম মেনে কথা বলতে হয় চলতে হয়। কী দারুন না ব্যাপারটা ! নিয়ম মেনে চলে গেলেন আপনি আমাদের চোখের সামনে থেকে মনের ভেতর-- অন্তরে সাড়া দেন ইশারা দেন বলে যান, "রেজা গানটা কিন্তু করে যেও,তোমার গানের ভিডিওটা আমার কাছে আছে। ভালো হয়েছে।"

সব সময় হাসি দিয়ে কথা বলতেন আপনি সবাই জানে। আপনার সাথে একান্তে বসা হয়নি কখনো। তাই হাসির ভিতর আরো কত কথা রয়েছে তা জানা হয়নি। অপেক্ষায় ছিলাম এখনো আছি। আপনার সাথে দেখা হলে হয়তো আজ নয়তো কাল হয়তো এই শতাব্দীতে নয়তো অন্য কোন শতাব্দীতে প্রথমে দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে সামাজিক চলাফেরা মেলামেশার আগে একান্তের আড্ডাটা সেরে নিবো।

আড্ডা মানে কথা বলা নয়। আড্ডা মানে যাপিত জীবনের কিছুটা সময় একসঙ্গে চলা। কথা থেকে পৃথিবীর যত দূষণ। কথা থেকে পৃথিবীর সব দেয়াল রচিত হয়েছে। কথা থেকে মানুষে মানুষে বিভেদ। আপনি কথা থেকে অনেক দূরে। তাই আপনি পৃথিবীর মহাকালের সুপ্রিম রিয়েলিটির সামনে বসবাস করে আমাদের দেখেন আমাদের কর্মকাণ্ডে হাসেন--কতই না হাস্যকর আমরা!

আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন, আমাদের উপলব্ধির জগতে দাগ টেনে শিখিয়ে গেলেন 'জন্মিলে মরিতে হয়'!

শনিবার, ২৮ মার্চ, ২০২০

খাতায় পাতায় লেখক যেমন

খাতা চিনে লিখতে বসুন
অখাতাতে নয়
নইলে ফাগুন আগুন হয়ে কপালেতে বয় ।।

সস্তা দামি অনেক খাতা বাজারেতে আছে
কিছু খাতা গন্ধে মাতাল ডাকে কাছে ডাকে
খাতা পেলেই লিখতে হবে এমনটা তো নয়
গন্ধ মন্দ জেনে তবে লেখক হতে হয়।।

কালি আছে কলম আছে আছে কালি রং
খাতার অনেক ধরন আছে আছে খাতার ঢঙ
রঙ-ঢঙ জেনে লেখক হলে থাকেনা তো ভয়
নইলে ফাগুন আগুন হয়ে কপালেতে বয়।।

এক কাপ চা

সন্ধ্যা একটু আগে আমাকে হ্যালো বললো। সন্ধ্যার ডাকে অবশ্যই সাড়া দিতে হবে। সন্ধ্যা আমার প্রিয়। সন্ধ্যাকে আমি ভালোবাসি। দিনের যতগুলো মুহূর্ত আছে তারমধ্যে সন্ধ্যাই আমার একান্ত প্রিয়। সন্ধ্যার আরো প্রিয় হয়ে ওঠে এক কাপ চায়ের তরতাজা গন্ধে। আমার চা বানানোর প্রক্রিয়াটা একটু ভিন্ন।

গত এক বছর যাবত আমার মতো করে আমি চা বানাই। চা খাওয়ার পর সন্ধ্যাটা আমার কাছে অন্যরকম হয়ে দাঁড়ায়। পৃথিবীর ভেতর যেন আরেকটা পৃথিবী খুঁজে পাই। এমনিতে আমি চা পাগল মানুষ। যাতে আমার দারুন নেশা তার নাম চা। দুধ আমার ভীষণ প্রিয়। তবে চাতে দুধ দিতে একদম ভালো লাগেনা। আমি মিষ্টি প্রিয় মানুষ। কিন্তু চাতে মিষ্টি। না না। তা হতে পারে না।

এক কাপ চা খাওয়ার জন্য প্রথমে 3 কাপ জল পাত্রে রাখি। চুলা জ্বালাই। আগুন ধরেছে ধরেছে। জল সিদ্ধ হচ্ছে হচ্ছে। জলের সাথে আরো কিছু উপাদান মিশাই। দুইটা তেজপাতার হাড়ভেঙ্গে জলে রাখি। তিনটা গোলমরিচ সিদ্ধ হতে থাকা জলে রেখে দেই। চারটা লবঙ্গ। অল্প দারুচিনি। এক চিমটি কালোজিরা। দুই চামচ চিনি। এক মুষ্টি খেজুরের গুড়। দুইটা এলাচ। এক চিমটি লবণ।এক চিমটি জিরা। অল্প পরিমাণে তাল মিছরি। সাদা চিনি 'আমি' খায়  না।'আমি' খায় লাল চিনি।'আমি' খায় রিয়েল খেজুরের গুড়। জল শুদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে। 10 মিনিট। অথবা 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর জলে অর্গানিক গ্রিন টি মিশাই । গ্রিন টি নামে বাজারে যে টিব্যাগ পাওয়া যায় তা আমি খেতে রাজি নয়। জল শুদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে। আরো তিন মিনিট। মোট 15 মিনিট।

তারপর মাটির পাত্রে চা তুলে রাখি। সন্ধ্যার ভেতর পান করতে থাকি যা তা আমার চা। আমার বানানো চা। চা খেতে খেতে সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখি। বর্ণিল স্বপ্নীল এক পৃথিবীর। পৃথিবীর এক পাশে মানুষ এক পাশে প্রেম একপাশে ভালোবাসা একপাশে মানবিকতা একপাশে মনুষ্যত্ব আরেকপাশে একটি সুন্দর সন্ধ্যা আর এক কাপ চা, আমার বানানো চা।

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

ছাগল

ছাগলকে অলংকার দিয়ে বেঁধে রাখা যায় না, ছাগলকে রশি দিয়ে বেঁধে রাখতে হয়

জলস্ট

আলোর কথা যে জানে
সে থাকে না ভালো
ভালোর সাথে যে থাকে
সে রাখে না আলো

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

নগদ মন

নগদ মনে প্রেম আকি
বাকির হিসাব বাকি থাক
দুটি পাখির একটি ডানা
আকাশ হয়ে উড়া যাক

লাগালাগি

রঙলাগা আশা নিয়ে বাজপাখি ঘুঘু
ফাঁদপাতা আশা তাই আশা হয় লঘু

শনিবার, ২১ মার্চ, ২০২০

প্রচন্ড প্রকাণ্ড মাতন্ড রাগ হয় আমার আমাদের

রাস্তাঘাটে লাশের পর লাশ পড়ে থাকবে, বর্ষার জলে ভেসে যাবে লাশ, অতীতে দুর্ভিক্ষের কথা আমরা ভুলে গেছি, আবার দুর্ভিক্ষ নেমে আসবে, প্রিয়জন ভুলে যাবে প্রিয়জনের কথা, ভালোবাসা জানালা দিয়ে পালাবে, মা খুঁজে পাবেনা সন্তানের লাশ, সন্তান খুঁজে পাবে না বাবা-মার লাশ, হুজুর ওয়াজ করা ভুলে যাবে-- তখন তার মনে পড়বে কতই না মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল কোরআনের আয়াতের। আজ যারা অনেক সচেতন তারা মারা পড়বে অসচেতনদের জন্য, যারা অসচেতন তাদের? তাদের তো চোখ কান বলে কিছু নেই, তারা বিড়ালের মতো ইতর, তাদের মাথায় পাথর পড়লে বুঝতে পারে পাথর বলে কিছু একটা আছে, তাদের পা কাটা পড়লে বুঝতে পারে পাও কাটতে পারে, তারা সমস্যার আগে কখনো সমস্যা নিয়ে কিছু ভাবতে পারে না, ক্ষুধা লাগলে ঠিকই খাবার খেতে বসে আরামসে, সন্তান কখন আনতে হবে আর কখন আনতে হবে না তাও তারা জানেনা, তারা সংস্কৃতিকে বলে কুসংস্কার আর কুসংস্কারকে বলে সংস্কৃতি, তারা ডাক্তারকে বলে দৈত্য আর বিজ্ঞানকে বলে হনুমান, তারা ধর্ম না জেনেই ধর্মের স্লোগান তুলে বন্দরে বন্দরে অন্দরে অন্দরে।

রাগ হয় প্রচন্ড রাগ হয় মাতঙ্গ রাগ হয় আমার আমাদের।

অসাধু ব্যবসায়ী কথা বলার সাহস পাবেনা, ব্যাংকে যার অনেক টাকা সে টাকা তুলতে পারবে না স্বাধীনতার অভাবে--- তার হাত চলে যাবে হাসপাতলে। লাল আর সবুজ পতাকা তুলে সবুজ আর সাদা পতাকা তুলে মানুষের পাশে দাঁড়াবে ফেরেশতা, ফেরেশতারা পাখির মতো দোলে দোলে নেমে আসবে পৃথিবীতে নেমে আসবে দলে দলে। চিৎকার করার শক্তি হারিয়ে ফেলবে চিকিৎসা করার সাহস হারিয়ে ফেলবে মানুষ। মানুষ নিজের চেহারা দেখে নিজেই চমকে উঠবে-- তার তখন মনে পড়বে অরণ্য কেটে গড়ে তুলেছিল বিলাসী বনসাই, নদীকে হত্যা করে গড়ে তুলেছিল নদীমাতা সংগঠন, শিক্ষাকে হত্যা করে তারা হয়েছিল শিক্ষা কমিটির প্রধান,মাটিকে হত্যা করার পরও তারা হয়েছিল মৃত্তিকাময়ী, ক্ষমতার লোভে নিজের যোনি বিক্রি করেছিল কসাইয়ের নির্জন রাতের কাছে।

রাগ হয় প্রচন্ড রাগ হয় মাতঙ্গ রাগ হয় আমার আমাদের।

তারা সেবক তারা রোদের কথা বলে তারা সংস্কারক তারা মানুষের কথা বলে অথচ তারা জানেই না সূর্য বাবাকেও ছেড়ে কথা বলে না । তারা স্টার হতে চায়, স্টার হওয়ার পর দেখে গ্যালাক্সির পথ আরো দূরে। তারা পথের কথা বলে অথচ তারা পথের ছায়াও চিনে না। গরীব দুঃখী মানুষের জন্য তাদের মনে অসীম দুঃখ অথচ তারাই তাদের দুঃখের কারণ। তারা বোকা হওয়ার পরিবর্তে হয়ে ওঠে নির্দেশক। টেলিভিশনে মুখ দেখতে ও দেখাতে ভীষণ ব্যস্ত তারা ভুলে যায় প্রিয় আপন কাছের কোনো একজনের কথা, ভুলে যায় মানুষের চেয়ে বড় সত্য কখনো যন্ত্র হতে পারে না। তারা শিশুদেরকে আনন্দময়ী করার পরিবর্তে করে তুলে প্রতিযোগী পণ্য, বন্ধু হওয়ার পরিবর্তে তারা হয়ে ওঠে স্বামী প্রভু প্রভু স্বামী, তাদের মাথা থেকে পা পর্যন্ত পাথর আর পাথর যন্ত্র আর যন্ত্র লাভ মুনাফা মুনাফা আর লাভ। তারা ইচ্ছাকৃত দানব অথচ মানুষের মতো ঘুরে বেড়ায় পাহাড়ে নদীতে বন্দরে সবুজে শ্যামলে উর্বর মাটির রসালো শরীরে।

রাগ হয় প্রচন্ড রাগ হয় মাতঙ্গ রাগ হয় আমার আমাদের।

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

জলধর্ম

নষ্টদেরকে নষ্ট করতে হয় না, তারা নিজের গুনে নষ্ট হয়ে যায়

বুধবার, ১৮ মার্চ, ২০২০

চুম্মা আমিন

এক বিদেশিনীকে 'ছুম্মা আমিন' বলতে গিয়ে বলে ফেলেছি 'চুম্মা আমিন', বিদেশির সাথে চুমাচুমি করা যাবে না বলে গেছে করোনা ভাইরাস

মাটিতে গাছ কেটে তাকাবেন আসমানের দিকে

দুধের মধ্যে পাউডার মেশাবেন আপনি, প্রিয়  রসালো ফল আমের মধ্যে ফরমালিন মেশাবেন আপনি, গরিবের কৃমিনাশক ঔষধ আনারসের মধ্যে  হরমোন দিবেন আপনি, ইনস্ট্যান্ট এনার্জি কলার মধ্যে কার্বোহাইড্রেট দিবেন আপনি, শিক্ষাকে বাণিজ্যিক করবেন আপনি, বাঙালির হাজার বছরের প্রিয় জায়গা রসালো মিষ্টির মধ্যে হাইড্রোজ দিয়ে ধবধবে সাদা ইংরেজ করে ফেলবেন আপনি, খেজুরের গুড়ের মধ্যে চিনি দিয়ে লাভে লাভ করে ফেলবেন আপনি, আমাদের হাজার বছরের প্রোটিন ভিটামিনের আকর ঘিয়ের মধ্যে সোয়াবিন দিয়ে ব্যবসা করবেন আপনি, ফল গাছের পরিবর্তে কাঠ গাছ দিয়ে আকাশ বাতাস ভারী করে ফেলবেন আপনি, অধিক দুধের আশায় আপনার গোমাতাকে দিনের পর দিন ধর্ষণ করে যাবেন আপনি, উচ্চ ফলের আশায় আপনার মাটিকে নষ্ট করবেন আপনি, আপনার সন্তানকে দিনের পর দিন প্রতিযোগী পণ্য করে তুলবেন আপনি....

তারপরেও বলবেন ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে,তাই না !?
বলবেন দোষ সব কর্তৃপক্ষের, তাই না !?

আপনার বাথরুম এসে পরিস্কার করে দিয়ে যাবে কর্তৃপক্ষ, আপনার নোংরা রুমটা এসে পরিস্কার করে দিয়ে যাবে কর্তৃপক্ষ, আপনার রান্নাঘর স্বাস্থ্যকর করে দিয়ে যাবে কর্তৃপক্ষ,তাই না !?

আপনি বলবেন মুখ দিয়েছে আল্লাহ,খাবার দিবেন আল্লাহ, আবার আশা করবেন খাবার এসে দিয়ে যাবে কর্তৃপক্ষ!

আপনি জানেন ঘাম রক্ত বাঁচায়, আপনার শরীর থেকে ঘাম বের করে দিয়ে যাবে কর্তৃপক্ষ আর আপনি সকাল-সন্ধ্যা আরামসে ঘুমাবেন !

শনিবার, ১৪ মার্চ, ২০২০

চাষে জীবন

বড় কিছু হলে হলাম
না হয় হলাম
আকাশ থেকে একটি চাঁদ পেলে পেলাম
না হয় পেলাম
পৃথিবীকে দেশের মত দেখতে গেলাম
না হয় গেলাম
তোমার ভেতর লুকিয়ে থেকে সুখটি নিলাম
না হয় নিলাম
নিষাদ রাতের সাগর থেকে শান্তি এনে তোমায় দিলাম
না হয় দিলাম
আকাশ ভরা তারার দেশে ঘুরতে গেলাম
না হয় গেলাম
ভালোবাসি বলতে গিয়ে বলে ফেললাম
না হয় ফেললাম
যুদ্ধ তবে বেঁধে গেল
না হয় গেল
বৃষ্টি তবে হয়ে গেল
না হয় গেল
জোয়ার তবে এসে গেল
না হয় গেল
জেলে তবে জাল ফেলল
না হয় ফেলল
আমিও আকাশ আশা রাখি হবো চাষা
চাষে জীবন চাষে জীবন জীবন খাসা

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

সাগরে নামলে যা হয়

নিয়মে নিয়মিত সাধনায় বড় হওয়া যায় জীবনকে অর্থময় করে তোলা যায় জীবনের স্বার্থকতা খুঁজে পাওয়া যায়, অতিরিক্ত কোন কিছুই নিয়মের মধ্যে পড়ে না

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

আকাশের বুকে একটা ফুলের বাগান

আপনিই শেখালেন মৃত্যুর সময় কীভাবে হাসতে হয় আপনিই আয়োজন করেন লোকায়িত শোকসভা। মৃত্যু নিয়ে আমার কোনো ভয় নেই মৃত্যু নিয়ে আমার কোনো আনন্দ নেই মৃত্যু নিয়ে আমার নেই কোন সুযোগ সন্ধানী অশ্রুজল। যিনি চলে গেলেন তিনি  হতে পারেন গ্যালিলিও কিন্তু চলে ত গেলেন, আসুন তাকে কাজে লাগায় যিনি বেঁচে আছেন তাঁর প্রয়োজনে।

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

শুক্রবার, ৬ মার্চ, ২০২০

ভ্রমন

কাগজের নৌকা করে একদিন বিশ্বভ্রমনে বের হয়ে যাবো, প্রয়োজনে কাগজের বিমানও বানাতে পারি

রবিবার, ১ মার্চ, ২০২০

তাবিথ

ডাকতে গিয়ে দেখি মৃত্যুর মতো চেয়ে থাকে শীতার্ত অতীত

বিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে যায় তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে উঠতে পারে, আরেকটু বড় করে বললে তারা বিভাগের ছাত্র হয়ে উঠতে পারে কিন্তু কোনো শিক্ষকের ছাত্র হয়ে উঠতে পারে না। কারন বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষক নির্মান করতে পারেনি। বিশ্ব মানের বিদ্যালয় প্রথমে শিক্ষক নির্মানের দিকে দৃষ্টিপাত করে। বাংলাদেশে বিশ্ব মানের বিদ্যালয় নেই তবু তার নাম বিশ্ববিদ্যালয়। ব্যবস্থাপনা সংকট এখানে প্রকট। তাই একজন চিনি খাওয়া শুরু করলে পুরো জাতি চিনি খাওয়া শুরু করে, লবনের সাথেও চিনি খায়। তাই এখানে মানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নামক মুখোশের আড়ালে তারা কেরানি তবে তাদেরকে কেরানীগঞ্জের ভূমি অফিসে কাজ করতে হয় না।