শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

তারপর হ্যাসটেক

 # 

চুমুর অপরাধে রেজা স্নানে গ্যাছে গঙায়-- চুল দিয়ে বাসন্তী অভিমানের ঘর বানায়


#

পায়ের পাওনায় বদলে যায় পথের ছায়া


#

দুঃখের কপালে লাল টিপ যেনো শরতের লাল সূর্য


#

সবার উপরে চোখ তুমি 

ঠোঁটের ঘরে রাত 

কোমর যেনো বসন্ত ফুল 

গন্ধে গন্ধে প্রভাত


#

পশ্চিমবঙ্গের তারা জীবনের অনেক উপরে রাজনীতিকে ঠাই দিয়েছে অথচ রাজনীতি হওয়ার কথা ছিল জীবনমুখী


#

লাউডগা ঠোঁট তোমার 

                   বাতাস লাগে আমার মনে

শিবরাত্রির আয়াত তুমি 

                         নাযিল হলে আমার শানে


#

পাপ করার জন্যে আদম পৃথিবীতে আসেনি,পাপ নিয়ে আদম পৃথিবীতে এসেছে

#

তোমার চোখে ঘুম হয়ে রাত বানাই


#

চিনি ছাড়া চা খাই-- পতাকা চিনি না










প্রিয় মানুষ তোমাদের জন্য

 চাঁদ কোনোদিন কোনো প্রানিকে তার দিকে নজর দিতে বাধ্য করে না। প্রানিকে তার প্রয়োজনে চাদের দুধসাদা জোছনার কাছে নতজানু হয়ে বসতে হয়। সূর্য কোনোদিন কোনো মানুষকে ঘুম থেকে জেগে কাজে মনোযোগী হওয়ার কথা বলে না। মানুষ তার নিজের প্রয়োজনে সূর্যধর্মে নিজের কর্মধারা পরিচালনা করে। জল ডাকে না মানুষকে তার দিকে। মানুষ নিজের তৃষ্ণায় জলের দিকে ধাবিত হয়। ফুল ভুলেও ডাকে না কাউকে তার ঘরে তার সংসারে। 


কে আছো চাদের মতো 

কি আছো সূর্যের ☀ মতো 

কে আছো জলের মতো 

আমাকে ভাষা দিয়ে নয়, প্রয়োজনে টেনে নাও তোমার দিকে-- তোমার ভেতরে আরও আরও গভীরে-- ফুলের ❀ মতো গন্ধে ছন্দে ভাষাহীন ভাষায় বসাও হৃদয়ের নরম হিতানে।

Below the ribs above the hips

 Below the ribs 

Above the hips 

A mind propelled towards your space 

It’s no use crying 

It's no use crying 


Below the ribs 

Above the hips 

A preponderant focus 

Watch and listen 

Listen and watch


Below the ribs 

Above the hips 

Want to swim abruptly I

Want to trace 

Wish to touch 

It's no use crying 

It’s no use crying 


Below the ribs 

Above the hips 

Yearning for building a Castle 

I am yearning for having a kingdom of wine 

A Kingdom of Dance and Donald music 


A desert 

A water land 

A sky yard 

And I am to dream to busk your hips amid rips 

Want to sleep 

Want to go into your wild desire 

Feel it 

Dream it 

Touch it throughline your mind 

Below the ribs 

Above the hips 

I will be living there year for years

শনিবার, ৬ মার্চ, ২০২১

জল নৌকা মাঝি

 প্রেম‌: হৃদয়ের সুগন্ধি 


বিয়েঃ নদী পার হওয়ার পরও নৌকা মাথায় নিয়ে ঘুরা 


অভিসারঃ শতরান করার ইচ্ছে নিরানব্বই রানে আউট হয়ে যাওয়া( অভিসার মানে যাওয়া, ততটুকু যাওয়া নয় যতটুকু চাওয়া) 


লিভিংঃ শরীরের বর্ষাকালে ইলিশ ভাজা সরিষার তেলে 


পরকীয়াঃ নতুন জামা পরার প্রাথমিক সুখ অথবা রেডিমেড খাবার খাওয়ার অলস আনন্দ অথবা শখের মাতাল


জ্ঞানীরা বলে 

আইসক্রিম খেলেও গলে না খেলেও গলে 

আগুনে গেলে

মোমবাতি আপন মনে গলে আপন গুনে জ্বলে

গুড়

 যত গুড় তত মিডা 

অধিক মিডা অধিক তিতা

মশা

 সব পাখি ঘরে ফিরে-- সব মশাও ঘরে ফিরে-- পাখি ঘরে ফিরে খাবার খেয়ে-- মশা ঘরে ফিরে খাবার খেতে

সোমবার, ১ মার্চ, ২০২১

রোদের ডানায় পাখিময় দিন

 আমিও কল দিয়েছিলাম 

ফোন বন্ধ 

ঘরের আলো নিভে গ্যাছে পাহাড়ি নদীর ডানহাতে 

জানালা ধরে নেমে আসছে চাদের বাসন্তী ঘ্রান 


একটা সন্ধ্যা 

একটা বিকাল 

একটা সকাল 

একটা সূর্যের মতো ভূতপূর্ব অভূতপূর্ব সময় 

আমি কল দিয়েছিলাম 

ফোন বন্ধ 


নদী দেখার ইচ্ছে 

কালো শাড়ি 

লাল টিপ 

কালো ব্লাউজ 

হাতে সবুজ রঙের কুচকাওয়াজ 

শঙ্খচিল মন আকাশে উড়াল দেয় রোদের ডানার মতো 


আকাশেও তুমি নেই 

বাতাসে নেই তোমার গন্ধ 

কথাতে নেই তোমার কম্পন 

চোখে নাই তোমার ঝনঝন দৃশ্য 

মনে মনে সারাদিন কলমন তোমার মনে ওয়াইফাই করি


মনে মনে বেচে যাই আমরা 

শরীরে বেচে যায় মৃত্যু  

হলুদ আলোর সাথে বিয়ে দেই নীল আলোর 

অভিসারে যায় ব্রাউন সন্ধ্যার বেগুনি সকাল 


ফোনকলে কথা বলিনা কতকাল 

কতকাল তোমার মিষ্টি কন্ঠ আমার নিউরনে 

আমার নিউরনে চুমুভাস্কর্য স্থাপন করে না 


সাওম রোযার দেশে আমিও কাফির মুসাফির 

ইশারায় ডাক দিয়ে দেখো রক্তেমাংসে হবো হাজির 


কল দিয়েছিলাম 

মোবাইল ব্যালেন্স শেষ হওয়ার শত বছর আগে 

ফোন বন্ধ 

শতবছর পর দেখা হলেও বলবো "ভালোবাসি" 

তোমার জন্য আমি বাচি 

আমার কথা বাচে 

আমার বাড়ির সূর্য তোমার বাড়িতে যায় লাল চিঠি নিয়ে 


হাজার বছরের স্রোতে 

একবার পেয়েছি শরীরে 

একবার পেয়েছি মনে 

একবার পেয়েছি রক্তমাংসে তোমায় 

একবার পেয়েছি অপেক্ষায় 

অপেক্ষা করতে করতে কল দিয়েছিলাম 

আমিও কল দিয়েছিলাম 

বন্ধ 

ফোন বন্ধ 

সমস্ত পথ বন্ধ হয়ে গেলে রহস্যের পথে দেখা হয় রোজ 

বালুভূমির দেশে আমি এখন ভেতর লাল বাইরে সবুজ