শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

তারপর হ্যাসটেক

 # 

চুমুর অপরাধে রেজা স্নানে গ্যাছে গঙায়-- চুল দিয়ে বাসন্তী অভিমানের ঘর বানায়


#

পায়ের পাওনায় বদলে যায় পথের ছায়া


#

দুঃখের কপালে লাল টিপ যেনো শরতের লাল সূর্য


#

সবার উপরে চোখ তুমি 

ঠোঁটের ঘরে রাত 

কোমর যেনো বসন্ত ফুল 

গন্ধে গন্ধে প্রভাত


#

পশ্চিমবঙ্গের তারা জীবনের অনেক উপরে রাজনীতিকে ঠাই দিয়েছে অথচ রাজনীতি হওয়ার কথা ছিল জীবনমুখী


#

লাউডগা ঠোঁট তোমার 

                   বাতাস লাগে আমার মনে

শিবরাত্রির আয়াত তুমি 

                         নাযিল হলে আমার শানে


#

পাপ করার জন্যে আদম পৃথিবীতে আসেনি,পাপ নিয়ে আদম পৃথিবীতে এসেছে

#

তোমার চোখে ঘুম হয়ে রাত বানাই


#

চিনি ছাড়া চা খাই-- পতাকা চিনি না










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন