বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

Fair of you in my mind

Fresh glass
A clear glass makes a obstacle between your hand and my heart

Last day you wrote a diary, last day you built a history, last day you said something on your Facebook but I was not there

I was not on your writings
I was not on your emotion
I was not on your motion
I was not
I was not
I was not

You dance in my eyes always, you talk in my mind always, you smile in my wish always

On going your front in I am used to gloat you, I am used to say you a little bit sound or word to listen your little bit sound or word

Moon lives in the sky a great afar of me but I feel her with my heart bound affection, you too

I feel you now and then
I feel you here and there
I feel you actual and moral
I feel you practical and theoretical
I feel you 
I feel you
I feel you
I feel you

Azan is calling me now to remember the Almighty, whole night has gone, whole night I am with you in my thought.Today twilight come will again, you are not come in the fair of knowledge today as the fair is end.

Fair comes
Fair goes
Fair ends
Fair of you in my mind always same dear if you wish to watch it come please again, please come more and again

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

স্বামীস্ত্রী

প্রথম যখন শীত এসে শরীরে ধাক্কা দেয় তখন স্ত্রী স্বামীকে বলে "ওগো এতোদিন ত টি-টুয়েন্টি  ম্যাচ খেললাম, চলো না আজকে ওয়ানডে ম্যাচ খেলি।"

তখন তারা ওয়ানডে ম্যাচ খেলতে আরম্ভ করে। তখন তারা শীতেও ঘামতে শুরু করে।

গরম যখন শরীরে এসে ধাক্কা দেয় তখন স্বামী স্ত্রীকে বলে " ওগো একটা কথা বলি মাইন্ড করবে না ত? অনেকদিন ত ওয়ানডে ম্যাচ খেললাম, চল আবার টি- টুয়েন্টি ম্যাচ খেলা শুরু করি।"

তখন তারা ওয়ানডে ম্যাচ ছেড়ে টি-টুয়েন্টি খেলতে শুরু করে। তখন প্রচন্ড গরমেও তাদের শরীরে শীত শীত লাগে।

ফিনি ফিনি বৃষ্টি পড়ে। কয়েকদিন তারা ঘর থেকে বের হতে পারে না। তখন তারা টেস্ট ম্যাচ খেলে। স্বামীস্ত্রীর এই টেস্ট ম্যাচ খেলাকে বলে বর্ষাযাপন।

শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

কবিতা বিষয়ক

কবিতা নির্মানের যতখানি তার চেয়ে বেশি অনুভূতির বা সৃষ্টির। লেক নির্মান করা যায় আর নদী সৃষ্টি হয়ে থাকে। নদী হয়তো লেকের মতো সুন্দর হয় না কিন্তু লেকে সুন্দর করে স্নান করা যায় না, স্নান করার জন্য নদী প্রয়োজন।

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

ছেমা দিয়া যামু হারা জীবন

হুন, তুমারে একটা কতা সরাসরি কইতে চাই, যে কতাডা কইতে চাই সেইডা তুমি জান বলে আমি বিসসাস করি।

আসমানে যহন চান দেহি, চান থেইক্কা যহন দুদের লাহান সাদা সাদা ফুরনিমা রাইত নাইম্মা আহে তহন আমার তুমার কতা মনে ফরে।

গাছের ডালে, আমার জানালায় বসন্ত আইলে আমি তুমারে টের ফাই, তুমি আইসা তহন আমার মনে ডুক্কু ডুক্কু হেলতে আরম্ভ কর।

লাও পাতা দেহলে আমার চহে তুমার টুট বাইস্যা ওডে, বাজি কইরা হাইতে সখ জাগে।

পিতিবির যতলা বালা গন্দ আছে। তাহে।  পিতিবির যতলা বালা ফুল আছে। তাহে। পিতিবির যতলা বালা সুখ আছে। তাহে -- সব হানে আমি তুমারে দেহি।

আরেকটা কতা কইয়্যা দেই, হুন,

তুমার লগে যে আমার লাইন আছে এই কতাডা যদি তুমি ফিনি ফিনি মেঘের লাহান বুইল্যা যাওয়া সুরু কর তাইলে আমি তুমারে ঢাডা রইতে লাহান একেবারে বুইল্লা যামু।

তুমি যদি কও আস্তে আস্তে আমারে তুমার মন থেইক্কা হরাই ফেলতাছ তাইলে হুইননা রাহ আমি তুমারে আমার মন থেইক্কা হরাই ফেলছি।

আমার লাইগ্যা যদি তুমি অপেক্ষা না করতে ফার তাইলে তুমার ছায়া থেইক্কা সাত মাইল দুর দিয়া একলা একলা হাইটটা যামুগা।

আর যদি কও তুমি আমারে বালা ফাও তই এই রেজা বুকটারে তুমার লাইগগা পত বানাইয়া দিব

হুদার কিরা তুমার সইললে একটা মসা কামর দিতে দিমু না, হুদার কিরা আমার নিজের ফিডে রইদ লইয়্যা তুমারে ছেমা দিয়া যামু আজীবন, হুদার কিরা তুমারে ছেমা দিয়া যামু হারা জীবন।

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

অথচ

চোখের জলের কোনো দেশ নেই অথচ চোখের দেশ আছে, হাসির কোনো বর্ডার নেই অথচ মুখের বর্ডার আছে, শিল্পের কোনো বর্ডার নেই অথচ শিল্পীর বর্ডার আছে!

বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

You the girl of mine

Every time in the evening come to say you the word

The word is holy
The word is child
The word is blabber
The word is epos

But I can't utter the word
But I can

I want to keep my word on your mind ford
But I am to stand still to watch your forearm to watch your staring to watch your silence

Your silence is stream ever than river
Your silence is sky higher than blue
Your silence is wild more than thought
Your silence is panacea effective much more than integral hail

You are the you thought of mine

Look you say nothing
Talk you having nothing
Kiss you not of touching
Intone you not of singing
But
Yes
I want to say you something in the every time of evening what I can say what I can't say in my sleep with dream

Must I say you
I come here must
I must come here only for you

একবার বেঁচে যেতে চাই

এই যে থেমে গেলো আমার পথ
এই যে আকাশে আর মেঘ হচ্ছে না
এই যে আমার নদীতে বড় বেশি ভাটা
এই যে কোনো জলে স্নান করি না আর
এই যে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান সব জায়গায় আমার বিষাদ
এই যে বেড়ে যাচ্ছে আমার উলঙ্গ দহন, রূহের উত্তাপ

দায়ী কে?
তার জন্য দায়ী কে?
তার জন্য দায়ী একমাত্র তুমি!

সংবিধান, ইতিহাস, যুক্তি তর্ক নয়
আমি জানি
তুমিও জানো
আমার হৃদয়মাছ কেন জলহীন ভূমি!

আমি চাই না কাল কালো মেঘের মতো তোমার সুখপ্রদ সময়ে তুলে দিক বিষাক্ত ছোবল
চাই না তোমার কান্না থেকে নদী হোক নদী থেকে সাগর সাগর থেকে অজস্র সাপের সংসার

চলে আসো
এখনো সময় তোমার
এখনো আমার অপেক্ষা তোমার
ডান হাতের গভীরে কোনো জঙ্গল নেই
আমাদের মনঘর সঠিক আচার্য
আশ্চর্য সহজিয়া নদী তুমি
নালা হয়ে গেলে লজ্জা ত তোমার
লজ্জা ত আমার

কথা বলি না বলে যারা ভাবে নির্বাক চলচ্চিত্র আমি তাদের মতো নও তুমি
তুমি ত গরম ধানের শান্তি প্রিয়তমা ছায়া আমার

তুমি কিংবা আমি, আমি অথবা তুমি কথামুখেও দেখি সহজলভ্য চর-- চকচকে বালু

মাসিক মুখপত্র হয়ে তোমায় দেখবো বলে কোনো পত্রিকার পাতা হয়নি, হয়নি রঙচঙে বইয়ের কাভার

একটি কালো টিপ দুটি চোখের উপর প্রেমের সুন্দর দ্বীপ
কালো দ্বীপের মতো তুমিও নির্জন নীল
চলো না মননশীল শব্দ হয় হৃদয়ের খাতায়
আরও একবার বেঁচে যাই
আরও এক শতাব্দী বেঁচে যাই

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সহজিয়া নদী


আল্লাতে শান্তি নাই
শান্তিতে আল্লা আছে
কপালটাকে মসজিদ করে
ঘুরি আমি প্রেমের দেশে।।

তোমার দেহে বিরাজ করে
সাপমুনি খেলায় মেতে
আসমানটাকে দুই ভাগ করে
দেখি সেথায় আল্লা নাই
ধ্যানে প্রেমে শুন্য জ্ঞানে
খুঁজি আমি তোমায় সাঁই।।

আল্লা থাকে দুইয়ের মাঝে
গাছে যেমন জল থাকে
জল ফুরাইলে মাছ মরে
জলেই আবার পদ্ম ফুটে
তোমার প্রেমে রেজা ব্যাকুল
ব্যাকুল মনে প্রেম গাই।।

রা ত

রাত নামে লোকটি মানুষকে ঘুম পাতাই, সূর্য নামে লোকটি রাতকে ঘুম পাতাই

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

ভো র

প্রত্যেকটি রাত একটি ভোরের জন্য ঘুম থেকে জেগে ওঠে

রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

সুন্দর জল করে টলমল

সুন্দর মেয়েদের বিবাহিত পুরুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায়। কারন দুইটা। প্রথমত পুরুষকে ইনিংস বেশি খেলতে হয়। দ্বিতীয়ত পুরুষের ডিফেন্স ম্যাকানিজম অত্যন্ত শক্তিশালী রাখতে হয় নতুবা অনুপ্রবেশের সম্ভাবনা খুব বেশি থাকে।

খামার প্রকল্প

সন্ত্রাস রাষ্ট্রের গবাদি পশু। রাষ্ট্র ইচ্ছা করলেই গবাদি পশুকে লাথি দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিতে পারে। কিন্তু রাষ্ট্র তা করবে না। কারন রাষ্ট্র 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' অলরেডি হাতে নিয়ে নিয়েছে।

শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

মানুষ কোনো মানুষের নাম নয়

মানুষের মতো দেখতে উদ্ভুত কালো রঙের আকাশটা কোথায় যেন হারিয়ে যায়, বারবার তাকে ধরার চেষ্টা করি, বারবার শেয়াল ডাকে পাশের ঝোপঝাড়ে।

রেললাইন
পথ
তারপর রেললাইন
আবার পথ
আবার সেই চেনা চেনা আকাশ।

আকাশের মুখ থেকে ভেসে আসে জিব্রাইলের ডানা, মৃত্যুর মতো নিয়ে যেতে চায় আমাকে,আমি ভয় পাই, ভয় পেয়ে জেগে উঠি, আমি ভয় পাই, আমি ভয় পাই না।

জানালা
খোলা মাঠ
জানালা
তারপর খোলা নির্জন মাঠ
তারপর আমার চোখ আটকে যায় মেঠোপথে। আমার চোখ আটকে যায় আমাদের অনেক দিনের চেনা কোনো এক বারান্দায়।

মানুষ বসে থাকে
পাখি উড়ে চলে
গাছপালা কেবল চুপ করে দেখে যায় অনেক মানুষের কথাগল্প গল্পদৃশ্য।

পৃথিবীর চুল আরেক পৃথিবীর বাতাসে কাঁপতে থাকে,আমি তাদের কম্পন হাত দিয়ে হৃদয় দিয়ে ধরার চেষ্টা করি, তারা ধরা দেয় না, পলাতক প্রেমিকার মতো ইশারায় কথা বলে, ইশারায় বন্যা আনে, বর্ষা গৃহপালিত হয়ে যায় গরীবের ঘরে।

মানুষ কেমন যেন স্বপ্নের মতো দেখেও দেখায় না শুনেও শুনায় না

একটা চোখ একটা হাত আমাকে ডাকে, দরবেশ ডাক, আমার চোখ দিয়ে বন্যা নামে।

অনেকদিন পর আমি জেনে গেলাম মানুষ কোনো মানুষের নাম নয়।

তারা ত মানুষ

মানুষ কিন্তু যা লিকাল কিতাবু লা রাইবা ফি হুদালল্লিল মুত্তাকিন না যা কদরের মহান বুজুর্গ রাতে নাযিল হয়।

মানুষ ইজ মানুষ।

ভুলশুদ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে মানুষ জন্মগ্রহন করে।

তাই মানুষ পবিত্রতম শুদ্ধ কাজটি করে ফেললে আমি বিস্মিত হই না, আবার নোংরাতম অশুদ্ধ কাজটি করে ফেললেও আমি অবাক হই না।

আমি অবাক এবং বিস্মিত হই যখন দেখি মানুষ মানুষকে ফেরেশতা কিংবা শয়তানের মতো রোবট হিসাবে দেখতে পায় বা চায়।

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

আমাদের দোকানদার

ভূমিপুত বিপ্লবীদের পন্য, বিপ্লব বিক্রি করে তারা বেঁচে থাকে-- প্রভাষক থেকে প্রফেসর হয়, সহকারী থেকে হয় সভাপতি। শিল্প বিক্রি করে যারা খায় তারা জানে না যে অলঙ্কার মাত্রা অতিক্রম করলে কলঙ্ক হয়ে যায়।

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

আরশিনগর বাড়ির পাশেই থাকে, লালনরা ঠিক বাড়িতে থাকে না

সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

আমিও তারপর নাম হয়ে গেলাম

আমি তোমাকে আলাদিনকে ভুলে যেতে বললাম

তুমি আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, ভাবটা এমন খুবই মারাত্মক রকমের অন্যায় কিছু বলে ফেললাম

উত্তর দক্ষিন থেকে কিছু রং এনে তোমার চোখের সামনে রাখলাম, বাতাসমম ক্যানভাসে পৃথিবীর একমাত্র আশ্চর্য চিত্রটি অঙ্গন করলাম যাতে তুমি রঙের খেলায় মত্ত হয়ে আলাদিনকে ভুলে যেতে পারো

তাও তুমি আলাদিনকে ভুলতে পারলে না

সমুদ্রের কাছে নিয়া গেলাম, সমুদ্রের ঢেউ দেখে অন্তত তুমি দিগশুন্যপুর গ্রামের কথা চিন্তা করে শান্তি পাবে ভাবছি

সমুদ্রের ঢেউও তোমাকে শান্ত করতে পারেনি

সূর্যস্নানে নিয়া গেলাম একদিন, সূর্যের শেষ রঙে তোমাকে পৃথিবীর অন্তিম সত্য দেখালাম, যে সত্য নিষ্ঠুর কিন্তু মেনে নিতে হয় সেই সত্য-- তাতেও তোমার হৃদয় জলমানপ্রেমে দিনমান কেটে গেলো

একটা সতেজ গাছের ছায়ায় বসে ঝরাপাতার সবুজ মৃত্যুর দৃশ্য দেখালাম একদম সরাসরি, ভাবলাম এইবার তুমি আলাদিনকে ভুলে যেতে পারবে, না, এইবারও আমার ভাবনা ভুল

বিরক্তি হয়নি বলবো না, কষ্ট পাইনি বললে ভুল হবে, তবুও হাল ছাড়তে মন সাড়া দিচ্ছিল না

আবার তোমাকে নিয়ে গেলাম শেষ রাতের পদ্মফুলের কাছে যেখানে প্রিয়তমা রাত রোমান্টিক মনে বসে থাকে নীল আর লাল কালারের আকাশ নিয়ে-- তাও তোমার ভাবনা থেকে আলাদিন নামটি সরে গেলো না 

তাই অবশেষে আমিই চলে গেলাম তোমার থেকে অনেক দূরে। আর তখনই তুমি আলাদিনের জায়গায় বসিয়ে দিলে আমার নাম-- রেজা। এমরানুর রেজা।

শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

অনেক

শব্দের ভীড় অনেক
ছায়াহরিন নদীর বাঁক পরিবর্তন করে
জোয়ারে জমে আসে হৃদয়
মেঘে জমা মানবিক হির

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

মানুষ তবে মানুষ হোক

ইঁদুরকে বিড়ালে ধরলে ইঁদুরদের পালাতে দেখেছি, হরিনকে বাঘে ধরলে হরিনদের কাঁদতে দেখেছি, কাককে মানুষে ধরলে কাকদের মিছিল করতে দেখেছি, মানুষ মানুষকে মারলে মানুষদের হাসতে দেখেছি।

মানুষ কাঁদতেও পারে মানুষ কাঁদাতেও পারে
মানুষ হাসতেও পারে মানুষ হাসাতেও পারে
মানুষ নাচতেও পারে মানুষ নাচাতেও পারে।

মানুষ অনেক কিছু পারে খুব সহজে
মানুষ কেবল মানুষ হতে পারে না খুব সহজে।

সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

শিং সংক্রান্ত

যাদের মাথার ভেতরের মগজ কাজ করে কম তাদের মাথার উপরের শিং একটু বেশিই কাজ করে

রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

যে সবার আমি তার নয়

যে সবার সাথে থাকে তাকে সবাই ছেড়ে চলেও যায়, যে অতিথি পাখি বিশেষ মাসে আসে সেই অতিথি পাখি বিশেষ মাসেই আবার চলে যায়

শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

জান ওহে

প্রথম কয়েকদিন সে তারে 'জান' (প্রান) বলে ডাকে। কয়েকদিন পরে  সে বলে "তুমি আমার 'জানডা'রে তেনা তেনা করে ফেলছো।"

শেষ রাতের অভিযোগ

প্রেমিক প্রেমিকারা প্রেমের পড়ার অল্পদিনের মধ্যেই ঝগড়ায় পড়ে। প্রেমে পড়ে তারা ঝগড়া শিখে, ঝগড়ায় পড়ে তারা শিখে প্রেম।

এক যে ছিল প্রেমের দেশ ঝগড়ার জন্য ভালো