রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

প্রক্ষালন

 তুমি রাত হলে আমি অন্ধকারে ডুবে যাই

দেখার পর

 ঠোঁটে পড়েছে ঠোঁটের ছায়া 

বিশাল পৃথিবী বিশাল মায়া

বাংলাদেশ

 Bangladesh is enjoying  adolescence period yet, be careful my Dear Mentor 


বাংলাদেশের এখন বয়ঃসন্ধিকাল, চেতনে সর্তক থাকুন মিস্টার অভিভাবক

তুমিতুমি

 বিদ্যুৎ চমকে ভয় পাওয়া কিশোর আমি, তোমার ঝলকে মুগ্ধ হই।

বসুন্ধরা আবাসিক এলাকা

 গুলশান বনানী যেখানে গাছ থেকে শুরু করে টাস পর্যন্ত বিদেশী ফ্লেবার গতরে মেখে বাংলাদেশ হয়ে যাচ্ছে সেখানে বসুন্ধরা আবাসিক এলাকা ব্যতিক্রম। বসুন্ধরা আবাসিক এলাকার জন্মকাল থেকে আসি আমি তার গতরে ধীরলয়ে গর্জে উঠা আধুনিকা দেখতে। ভালো লাগে। খুব ভালো লাগে আমার।এখানে ছইগাছ থেকে শুরু করে কলাগাছও আধুনিকহারে বিদ্যমান। ভবিষ্যতে থাকবে কিনা অনিশ্চিত। এই এলাকার সবচেয়ে মজার দিক গ্রামীন ফ্লেবার। অর্থাৎ নেচারের আধিপত্য। নির্জনতা এখানে রয়েছে। রয়েছে পরিকল্পনা। বাংলাদেশের প্রত্যেকটি নগরী যেখানে পরিকল্পনাহীনভাবে গড়ে উঠছে আকাশকে ছিদ্র করে সেখানে এই এলাকার পরিকল্পনানীতি মুগ্ধ হওয়ার মতো। তবে এই এলাকার প্রত্যেকটি ইট বালু কংক্রিটের সাথে কতোটা দীর্ঘশ্বাস কতোটা গরীব লোকের চোখের জল মিশে আছে তা অবশ্যই সময় বিচার করবে। 


বাবা রাফির দোকানে কফি খেলাম।দোকানই বললাম। কারন দুইপাশে রাস্তা মাঝখানে তার অবস্থান। গ্রামের ছেলে আমি।গ্রামে রাস্তার পাশে যা থাকে তা দোকান হিসাবে পরিচিত। গ্রামে যা দোকান শহরে তাই রেস্টুরেন্ট।অবশ্যই রেস্টুরেন্ট আর দোকানের মধ্যে চরিত্রগত পার্থক্য রয়েছে, শহরে আর গ্রামের মেয়ের মধ্যে যেমন পার্থক্য থাকে। 


'বাবা রাফি' নামটির মধ্যে একখান সাপলুডু মজা আছে। রাফির বাবা না রাফিই বাবা এই নিয়ে শিশুতোষ ঝগড়া করাই যায়।তবে নামটির মধ্যে রাফিকে বাবা বলতেই হবে। তবে এটি একটি আন্তর্জাতিক খাদ্যসিল্ক।


বড় হয়ে বসুন্ধরা আবাসিক এলাকার চেয়েও সুন্দর একটি নগরী গড়ে তুলবো। সেই নগরীতে রাজ্যের সুনাগরিক বসবাস করবে। শুধু টাকা থাকলেই সেই নগরীতে বসবাস করতে পারবে না কেউ।সেই নগরীতে বসবাস করতে হলে রাষ্ট্রের সুযোগ্য নাগরিক হতে হবে। সেই নগরীর ভিআইপি নাগরিক হবে শিক্ষক কবি সাহিত্যের পার্টনার পেট্রোন শিল্পী আর্টিস্ট। সেই নগরী হবে দেশী গাছ আর কালেক্টিভ কালচারের বস্তু মন মননের প্রাত্যহিক প্রয়োজনের আয়োজন।

শিশু

 শিশুদের মন নিষ্পাপ কারন তাদের কোনো মন নেই

শ্যামা

 বিশ্ববিদ্যালয় জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন।ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে একটি জায়গায় বিশেষভাবে যেতাম। জায়গাটি উদ্ভুত সুন্দর। তার শরীরভর্তি সবুজের ঢালি। সবুজে পাখিদের কলকাকলি। চঞ্চল যৌবন তার শরীরে সাগরের ঢেউয়ের মতো লেপ্টে ছিলো। তার হাসি সাগর তীরে ভেঙে যাওয়া ক্রোকোডাইল ঢেউয়ের উদাম দেহ। কখনো সে আমাকে ডাকতো। কখনো বিনাডাকে তার কাছে চলে যেতাম আমি। তার কাছে যাওয়া মানে অসামাজিক জীবনের সামাজিক আনন্দ নিয়ে ঘরে ফেরা। 


আজ অনেক বছর পরে জায়গাটি দেখতে গেলাম। কষ্টের ছায়ায় মন ভরে গেলো আমার।জাস্ট কানতে ইচ্ছে করলো আমার। এক নিষ্ঠাবান নিষ্ঠুর ডাকাত অপরিকল্পিত পেরেকঠোকা আনন্দে তাকে করে তুলেছে কংক্রিট জঙ্গল। এখন তার চোখে উখে মুখে পৃথিবীর বিষাক্ত বিষাদ।


এই জায়গাটির নাম শ্যামাজলবতী।

বাংলাদেশ দিবস

 বাংলাদেশ দিবস। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস। ১৬ ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে বাংলাদেশ দিবস হিসাবে পালন করার পক্ষে আমি। পৃথিবীর অন্য কোনো দেশের মতো আমরা স্বাধীনতা অর্জন করি নাই। পাকিস্তানের মতো সশস্ত্র শক্তিশালী বাহিনীর বিপরীতে কেবল চেতনাকে অস্ত্র করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই পৃথিবীর তাবৎ মানুষ এই দিবসটি পালন করা উচিত 'বাংলাদেশ দিবস' হিসাবে বাংলাদেশের সহস সরল মানুষের চেতনার সম্মানে।

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

চেয়ারম্যান

 আক্কাস আলী বলে তালগাছটি তার।বাহাস মিয়া বলে তালগাছটি তার। চেয়ারম্যান স্থানীয় প্রশাসন। চেয়ারম্যান বলে "তোরা সব চুপ যা,আমি যা বলি মন দিয়া হুন, আমার বাফের বাফের আমল থেইক্কা তালগাছটি আমরার।" গ্রামের সব লোক বলে তালগাছটি তাদের। কেবল। কেবল আকরম আলীর মতো একজন বোকা লোক বলে তালগাছটি তার নয়। বোকা লোক আকরম আলী তার বাড়ির বাম ভিটে তিনটি তালগাছ রোপন করে। আকরম আলীর তিনটি তালগাছ বড় হচ্ছে। গ্রামের সব লোকের বড় হচ্ছে দ্বন্দ্ব, সেই একটি তালগাছ কার হবে তা নিয়ে দ্বন্দ্ব!

জল

 একা আমি জলের ভেতরে 

একা আমি পৃথিবীর ঘরে

বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

Someone is alive

 Someone is  there 

In vacant or in pensive mood 

Inward eye he or it looks me over 

He looks me over and over 

Haste away just haste away so soon 


Something or someone is there 

Beside the oration beneath the silence 

Someone or something is there 

Either dirge or psalm 

Anecdote or more than a real 

Someone is there someone is there 


You can sing a song and you can be a wild judge 


See the river and watch the water 

Opportunity is nothing luck is nothing 

Nothing is nothing just smile and watch 

Someone or something is there 


I love you I hate you I provide with you more than you want 


Mind you my dear man someone is there 


Here is you and your dream den before a shadow 


Someone is there something is there 

You can live in vernacular soul or not in 

You can know how to swime 

You can know how to drive 

Live or love 

Got ill or spend ill 

Someone is there something is there 

Something is there someone is there

ম্যাজিক গতি

 সূর্য দেখা দেয় দূরে অনেক অনেক দূরে

            জেগে উঠে আমার গ্রাম,আমার চোখের 

                                    হাত পা নাকের কাছের গ্রাম

আকাশে ভালোবাসার বিমান

 দুটি চোখ

ওয়ান প্লাস ওয়ান 

বাদলমেশানো চোখ 

ঝড়দাপানো চোখ আমার 

মানুষের সমুদ্রে ঢেউ গুনে গুনে ভোর আনে 

রকেটের গতির মতো থেমে থাকে 

জলের মাছের মতো হাসতে থাকে 

এলাকার ভূমি অফিসে যে জল্লাদ বসে থাকে 

আদালত পাড়ায় ডানাবিহীন পাখির চিৎকার

বিবেকের আইসক্রিমঠান্ডা আচরন 

দেখে 

দেখতে থাকে জলমেশানো চোখ আমার 


বিলাসের জলে 

স্বপ্নডাঙার তলে

ঘামহীন চোখ আমার ডুবে না সেবানন্দের পাড়ে 


যখন আকাশ হবে ভালোবাসার 

যখন বাতাস হবে প্রেমের 

যখন জলে কচুরিপানার পরিবর্তে ভাসবে সহানুভূতি 

সহমর্মিতা হাসপাতালে পায়চারি করবে পলকে পলকে 

তখন শরীরপাড়াত চোখ আমার যাবে তোমার বাড়ি 

দেখবে তোমারে মন ডুবিয়ে 

তোমার হাসির ভূমিতে গন্ধমাদন উৎসব হবে 

ফুলের ভাষা বুঝে নিবে আমাদের প্রজন্ম সন্ধ্যা তারা


রাত এখনো 

রাত এখনো রয়েছে বারান্দার পুরাতন চানক্য চেয়ারে 

রাতজাগা চোখ আমার সুন্দরতর দিনের দিকে 

রাতমাখা চোখ আমার সুন্দরতম দিনের পথে 

দৃষ্টিনেশাভরা সন্ধ্যার ফুলফল পাহাড়ে 

জোছনামাখা চিত্রলিপি রাতের সাজঘরে 

প্রভাতের নুরানি হাওয়ার গতিবেগ ধরে 

এখনো মিছিলে মিছিলে জেগে থাকা চোখ আমার 

স্বপ্ন দেখে 

স্বপ্ন গায় সবুজের হিমোগ্লোবিনে

ভোর রাতে লিচু গাছের কলকাকলিতে আমি

 বিদেশ থেকে গাছ এনে দেশের মাটিতে রোপন করলেই সেই গাছ দেশী হয়ে যায় না



দুর্দিন মানুষের আসে না-- সুদিন শেষ হয় না, সুদিন মানুষের আসে না-- দুর্দিন শেষ হয় না



যারা সম্পদ জমানোর চেষ্টা করেছে ইতিহাস তাদের মনে রাখে নাই, যারা নিজেকে অর্থময় করে তুলার চেষ্টায় ছিলো আজ তারা ইতিহাসের সম্পদ



কাশফুল অন্ধকারেও সাদা,গভীর অন্ধকারে প্রিয়তমা হয়ে উঠে আদিম গন্ধমফুল



তার মোড শেন ওয়ার্ন  কিংবা মুরালিধরনের বলের চেয়ে অধিক সোয়িং করে, বল দেখে ব্যাট করো হে হিটার,আউট হলে ক্যারিয়ার চলে যাবে দর্শক গ্যালারিতে



হারানো রোদের গল্প শুনতে শুনতে যাদের দিন যায় তাদের ডান চোখের নিচের সবুজ গাছটির ছায়ায় বসে থাকি আমি



রাজপ্রাসাদের পাখি কখনো রাজা হয় না-- রাজপ্রাসাদের অলংকার হয় মাত্র




তরকারিতে লবন দিতে আপনাকে কে বলেছে!? এখন বলছেন লবন বেশি হয়ে গেছে। লবন দিবেন আপনি কষ্টও পাবেন আপনি। আপনি বরং কষ্টগুলোকে তরকারিতে ব্যবহার করতে শিখুন, আমরাও শিখছি অধিক লবনের জীবন যেনো আকাঙ্ক্ষার সবুজ জানালায় উকি না মারে।




সমাজে অপরাধী থাকে না, অপরাধীরা সমাজ বানায়,দেশে ক্রিমিনাল থাকে না, ক্রিমিনালরা দেশ বানায়।আমি অপরাধী প্রভু,তোমার বিপুলা পৃথিবীকে খন্ড বিখন্ড বিভক্ত করতে করতে দেশ কাল সমাজ নামক দেয়াল আর দেয়ালের সংবিধান রচনা করেছি।




চোখের জলে পাতার শব্দ বাড়ি ফেরার তাড়া




কথা নিভে এলে তোমাকে রোদে শুকাতে দিও