বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

হঠাৎ যদি


ত্যাগেও সুখ আছে, ভোগেও সুখ আছে-- ভোগবাদীরা বলবে অন্য কথা


আপনার নাক খাড়া আমরা জানি-- তাই বলে কী যত্রতত্র নাক গলাতে হবে, আপনার নাক খাড়া নয় দেখাই যাচ্ছে--  যত্রতত্র নাক গলাতে আপনার লজ্জা হওয়া উচিত


কাছের মানুষ যখন জানতে চায় 'কেমন আছি' তখন নিজেকে অনেক দূরের মনে হয়, দূরের মানুষ যখন জানতে চায় না 'ভালো আছি কিনা' দূরকে দূর বলে বোধকরি

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

দুঃখবাদ

আনন্দটা আমার ( আমার অধীনে), আমি আনন্দ হয়ে যায় না, দুঃখটা আমার ( আমার অধীনে), আমি দুঃখ হয়ে যায় না। তাই আনন্দ কিংবা দুঃখ যতই পাগলা ঘোড়ার মতো আচরন করুক, লাগামহীন হতে পারে না।

কুকুরবাদ

কুকুর দলবদ্ধভাবে আক্রমন করে, এই কুকুরই মাংস খাওয়ার সময় দলকে অপছন্দ করে

শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

আকার থেকে নিরাকার

কত ইতর খেলা ঘটে যায় হৃদয়ে
বাসা বাধে ভালোবাসা বাসা বাধে বাহিরে
কত রঙিন খেলা বসে যায় হৃদয়ে
বাসা বাধে ভালোবাসা বাসা বাধে ভেতরে
কুয়াশার কাপড়ে পড়ে থাকে স্মৃতির লাশ
মানুষের অপমানে মানুষেরই কালান্তর উল্লাস
বাসা বাধে ভালোবাসে বাসা বাধে আশেপাশে
দূরে থাক তবু তার সুখডাকা ঘর থাক
কাছে আসে ভালোবাসে কাছে আসে নিজে নিজে
ঘর বানায় ঘর ভাঙে দোষারোপ করে শেষে
কাছে আসে ভালোবাসে দূরে যায় দোষ ধরে
ভালো থাক
         সুখে থাক
সুখে থাক
         ভালো থাক
আমোদে প্রমোদে সুখে থাক ভালো থাক
আমাদের সময়ে সময়ের অভিশাপ
কাল সাপ নীল সাপ ভালো সাপ অভিশাপ
আমাদের সময়ে আমাদের অভিশাপ
ভালো থাক সুখে থাক
আমোদে প্রমোদে নীল জলে পাক সাত
ভুল হলেও ঝড়টা ফুলদের ঘরে যাক
      থাক থাক ভালো থাক
                ভালোবাসা ভালো থাক
                       ভালো থাক সুখে থাক

বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

তবু দেখি না

তোমার নামে নামি আমি
তোমার কথায় চলি
তুমি দেখাও আগুন পাথর
বরফ পেলে গলি।।

নীরবে সরব থাকিয়া
কবিতা করো বসিয়া
যা দেখাও তা দেখি আমি তবু দেখি না।।

তমসা নিবিড় অন্ধকার
আলোতে চোখে দেখা ভার
তুমি আলো তুমি আধার তুমিই সরকার।।

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

বাস্তবতা

কারো কাছে বাস্তবতা দোকান, কারো কাছে বাস্তবতা দোকানের ফুল, কারো কাছে বাস্তবতা দোকান কিংবা ফুল নয়, খুশবু। আমার কাছে বাস্তবতা দোকান, ফুল, খুশবু নয়, আমি স্বয়ং নিজে।

প্রে মে

গনিতের প্রেমে প্রতিনিয়ত অঙ্ক মেলে না

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

মাইক বাজতেছে

মোস্তফা রহমান আরজু। এলাকায় পরিচিত
আরজু মাস্টার নামে। তিনি আর এখন নেই। তিনার ছেলে ইমরান এখনো আছেন। ইমরান মামা। ইমরান মামাকে আমি কোনোদিন দেখি নাই। নাম শুনেছি। এখন ইমরান মামার রুমে ঘুমাতে যাচ্ছি। কানে আসতেছে গোবিন্দ জপনাম--- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ সারা রাত গোবিন্দ জপনাম চলবে। চব্বিশ প্রহরের আজ শেষ দিন। মাইক বাজতেছে। বাসুদেব শ্রীকৃষ্ণ কোথায় আছেন জানি না। ভক্তকুল কৃষ্ণ কৃষ্ণ জপ করতে করতে হাওরের চাদের মোলায়েম জোছনাস্নানে বিকীর্ন করছে হৃদয়।

যে রুমে ঘুমাতে যাচ্ছি তার পাশে একটা ঘর, তার পাশে গোবিন্দ জপমালা চলছে। শুনে হয়তো অনেকে অবাক হবেন এই কারনে যে এই গ্রামটির নাম চৈয়ারকুড়ি যা নাছিরনগর উপজেলার অধীনে। ইদে মিলাদুন্নবী তথা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ জন্মদিন ছিল একদিন আগে। এই উৎসবের কারনে মিল্লাদুনবী এশার নামাযের কিছুক্ষন পরেই মসজিদ ভিত্তিক আয়োজন সমাপ্ত করে দেয়া হয়। নাছিরনগর দাঙ্গার কথা বর্তমান মিডিয়ার মহান কল্যানে আমরা জানতে পারি। এই গ্রামে আসার পর হিন্দু মুসলিম ত্যাগের মহিমা দেখলে সহজে অনুধাবন করা যাবে মিডিয়া তার টিআরপি বাড়ানো জন্যে তিলকে কেমন করে তাল করেছে।

এই গ্রামে এখনো কোনো সনাতন ছেলে জন্মগ্রহন করলে তার নাম রেখে দেয় কোনো মুসলিম ছেলে, এই গ্রামে এখনো কোনো মুসলিম ছেলের ঘুম ভাঙে মাসি- পিসির উলুধ্বনি শুনে। কে হিন্দু কে মুসলিম তা এখানে খুজে পাওয়া যায় না, এখানে খুজে পাওয়া যায় স্বাধীন সম্প্রীতি। তারপরও এখানে সনাতনীরা নির্যাতিত হচ্ছে এই কথা প্রতিষ্ঠা করতে হবে-- কারন তাতে অনেকের ব্যবসা করার সুযোগ আসে।

(তুষার মুসলিম ছেলে। সৌরভের নাম রেখে দেয় তুষার। তুষার সামনে এসএসসি দিবে। আর সৌরভের বয়স দেড় বছর। কেমন সম্প্রীতি আর শ্রদ্ধাবোধ থাকলে ক্লাস টেন-এ পড়ুয়া এক ছেলের কথা শুনে নাম রাখে জীবন নমঃ ও তার পরিবার)

আরেকটি কথা বলা দরকার। মাইক দিয়ে এমন জোরালোভাবে আকাশ বাতাস কাপিয়ে অনেকের ঘুম হারাম করে কৃষ্ণ কেন আমি ব্যক্তিগতভাবে আল্লাকেও ডাকার পক্ষে না। বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত হওয়ার কারনে ওয়াজ আওয়াজ রেওয়াজ স্বরাজ সবই আকাশ বাতাস কাপিয়ে করতে পছন্দ করে। এটাই বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিক বিষয়, সামাজিক ভব্যতার রীতিনীতির রুচিশীল আচার। এ নিয়ে কথা বলার মুই কে হুনুরে!?

মানুষ চিৎকার তখনই  করে যখন অনেক দূরে কেউ থাকে, মানুষ উচ্চস্বরে তখনই কথা বলে যখন মনে করা হয় আস্তে কথা বললে পাশের লোকটিকে রিচ করা যাচ্ছে না অথবা পাশের লোকটি কানে কম শুনে। আমার প্রভু আমার নিকটেই থাকেন, আমার প্রভুকে খুব নীরবে ডাকলেও শুনেন। তাই তাকে লাউডলি ডাকতে হয় না।

যাক, এখন রাত প্রায় চারটা বাজে। ঘুমাতে হবে। কৃষ্ণ জপনাম এখনো বাতাসকে নাড়াচাড়া করছে জোরালোভাবে। কৃষ্ণ নাম কানে নিয়েই ঘুমাতে যাচ্ছি। ফ্রয়েডিয় স্বপ্ন ব্যাখ্যা অনুযায়ী আজকে ঘুমে কৃষ্ণদর্শন তথা বিশ্বদর্শন হয়ে যাতে পারে। আর একবার কৃষ্ণদর্শন হয়ে গেলে ......!!

প্রেয়ার

প্রভু গো আমার, এমন কোনো সত্যের সন্ধান আমাকে দিও না যে সত্য প্রতিষ্ঠিত সত্যের উপর আমাকে বাহাদুরি করতে শেখায়

রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

মাউন্ট

যার চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তা নিয়ে এতো দুঃখ এতো বিষাদ, তার মাথা যে পড়ে যাচ্ছে লোভের কাছে তার মাথা যে পড়ে যাচ্ছে মাৎসর্যে, তার মাথা যে পড়ে যাচ্ছে রাষ্ট্রের দুর্নীতির কাছে তা নিয়ে ত দুঃখ করতে দেখি না তাকে

শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

প্যারামিটার

সুখী লোকটির কাপড় ছিল না অথচ সুখী হওয়ার জন্যে রাজার কাপড়ের দরকার ছিল

কাজ তবে শব্দহীন

পৃথিবীতে চিহ্ন রেখে যাওয়ার চিন্তাটাই আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিবে। রেজা ভাই পৃথিবীতে শব্দহীন বাঁচতে শিখো যেখানে কাজ আছে দৃশ্য নেই, দেখবে কোথাও না কোথাও আপনার চিহ্ন থেকে যাবে।

বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

মাছ নয়, নদী নিয়ে গেলো

এক বন্ধুর হাতে স্বর্ন দিয়ে বলেছিলাম 'এক মাস পর নিয়ে যাবো।' দুই বছর পর বন্ধুকে বললাম 'আমার স্বর্ন ফেরত দাও।' বন্ধু ফেরত দিলো রূপা। তার মতে আমি তাকে রূপাই দিয়েছিলাম। আমি বন্ধুর সাথে কোনো প্রকার তর্কে জড়ানোর প্রয়োজন মনে করিনি। কারন ডায়মন্ড হিরার চেয়ে মহামূল্যবান 'আস্থা' সে হারিয়েছে যা তার জন্যে আমার হৃদয়ে জমা ছিল!

রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

মাত্র ত একটা কথাবীজ

দারুন সন্ধ্যা নেমে এলো। হেমন্তের সন্ধ্যা। চারদিকে কুয়াশা নামি নামি। একটা শীতেল হাওয়া বুকের বা পাশ থেকে ডান পাশে উড়ে গেলো মিনিট দশেক আগে। সূর্য আসবে। মাস্তানি স্বভাব ছেড়ে দেয় সূর্য এই হেমন্তের নীরব ভোরে দুপুরে সন্ধ্যায়।

হাস বাড়ি ফিরে। রোদ ফিরে যায় ঘরে প্রিয়ার ডাকে। বানান শুদ্ধ করে চলে আলিফ লায়লার নায়িকা সিনান সুন্দরী। গাও গেরামের লতার মতো হাত সিনানের। দেখা হয়েছে একবার। ঘরে বউ করে আনার মতো দেখা। তার সাথে দেখা হবে আরও একবার। কোনো দেখা থেকে নয়-- অদেখা থেকে বার বার ডেকে যাবো তাকে-- সিনান সিনান বলে ঘুম পাবে আরও একবার হেমন্তের দুপুরে।

মাত্র ত একটা কথাবীজ
মাত্র ত একটা ভাববীজ
মাত্র ত একটা সুদর্শন চক্রবীজ রাখা হলো চোখে কানে

 রাখা হয়নি যা তাই ত তোমার চোখের মতো হন্তারক-- মেরে মেরে নিয়ে আসে জীবনে-- কুরুক্ষেত্রের অভিমন্যু যেমন কর্ন থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ অর্জুন থেকে, এমন শ্রেষ্ঠ হতে পারে রেজাও জেনে রেখো তুমি সময়ের মালিক সিনান আমার।

সময়ের মালিক সিনান আমার
পাহাড় আমিও চিনি
জানি উপত্যকার অশীতিপর অহংকার
অনেক জেনেছি বাসুদেব বুদ্ধ হেরা গুহা কিংবা চিন্ময় আধার
তোমাকেও জেনে নিবো পাঠ্যপুস্তক করে
এক দুই তিন
তিন দুই এক
'ক'তে কলা 'খ'তে খেচর
শিকড়ে শিখন
শিখনে শেক্সপিয়ার
ভব্যতা অভদ্রতা জেনে যাবে কালে পলে
আমাদের ঘর হবে প্রেম নদীর ভরম কূলে