রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

শ্যামা

 বিশ্ববিদ্যালয় জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন।ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে একটি জায়গায় বিশেষভাবে যেতাম। জায়গাটি উদ্ভুত সুন্দর। তার শরীরভর্তি সবুজের ঢালি। সবুজে পাখিদের কলকাকলি। চঞ্চল যৌবন তার শরীরে সাগরের ঢেউয়ের মতো লেপ্টে ছিলো। তার হাসি সাগর তীরে ভেঙে যাওয়া ক্রোকোডাইল ঢেউয়ের উদাম দেহ। কখনো সে আমাকে ডাকতো। কখনো বিনাডাকে তার কাছে চলে যেতাম আমি। তার কাছে যাওয়া মানে অসামাজিক জীবনের সামাজিক আনন্দ নিয়ে ঘরে ফেরা। 


আজ অনেক বছর পরে জায়গাটি দেখতে গেলাম। কষ্টের ছায়ায় মন ভরে গেলো আমার।জাস্ট কানতে ইচ্ছে করলো আমার। এক নিষ্ঠাবান নিষ্ঠুর ডাকাত অপরিকল্পিত পেরেকঠোকা আনন্দে তাকে করে তুলেছে কংক্রিট জঙ্গল। এখন তার চোখে উখে মুখে পৃথিবীর বিষাক্ত বিষাদ।


এই জায়গাটির নাম শ্যামাজলবতী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন