আল্লাতে শান্তি নাই
শান্তিতে আল্লা আছে
কপালটাকে মসজিদ করে
ঘুরি আমি প্রেমের দেশে।।
তোমার দেহে বিরাজ করে
সাপমুনি খেলায় মেতে
আসমানটাকে দুই ভাগ করে
দেখি সেথায় আল্লা নাই
ধ্যানে প্রেমে শুন্য জ্ঞানে
খুঁজি আমি তোমায় সাঁই।।
আল্লা থাকে দুইয়ের মাঝে
গাছে যেমন জল থাকে
জল ফুরাইলে মাছ মরে
জলেই আবার পদ্ম ফুটে
তোমার প্রেমে রেজা ব্যাকুল
ব্যাকুল মনে প্রেম গাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন