আমার বরং বেয়াদব হতে ভালো লাগে
সূর্যের মতো সটান চোখে তাকাতেই ভালো লাগে
সবদিকে আদব, আদব আর আদম
বাপরে বাপ!
আজকাল বেয়াদবের গালিও বেয়াদব
মূর্খের গালিও মূর্খ
সম্মানিত যাঁরা আছেন তাঁরা পরকালের মতো ইহকালের ভয় দেখান, তিনি যেন জেলরক্ষক আর আমি তার পোষা আসামি।
তোমার কাছে কী বলা যায় আমার কোনো স্বাধীনতা নেই? তাহলে তুমি কাঁদবে।
আমার কাছে কী বলা যায় আমার কোনো স্বাধীনতা নেই? তাহলে আমাকে বেয়াদব হতে হবে, হতেই হবে বেয়াদব।
আদবদের কারখানায় জ্বলবে আমাদের আগুন
আদবের সিঁড়ি বেয়ে নেমে আসে কদর্যফুল
সূর্যের মতো সটান চোখে তাকাতেই ভালো লাগে
সবদিকে আদব, আদব আর আদম
বাপরে বাপ!
আজকাল বেয়াদবের গালিও বেয়াদব
মূর্খের গালিও মূর্খ
সম্মানিত যাঁরা আছেন তাঁরা পরকালের মতো ইহকালের ভয় দেখান, তিনি যেন জেলরক্ষক আর আমি তার পোষা আসামি।
তোমার কাছে কী বলা যায় আমার কোনো স্বাধীনতা নেই? তাহলে তুমি কাঁদবে।
আমার কাছে কী বলা যায় আমার কোনো স্বাধীনতা নেই? তাহলে আমাকে বেয়াদব হতে হবে, হতেই হবে বেয়াদব।
আদবদের কারখানায় জ্বলবে আমাদের আগুন
আদবের সিঁড়ি বেয়ে নেমে আসে কদর্যফুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন