প্রতি শুক্রবার হলুদ আলো নেমে আসে আমাদের শহরে। আমাদের চোখ থেকে যেমন তেমন দৃষ্টি আর নেমে আসে না পৃথিবীর এই নবীনতম ঘরে। লেকের নিচের বটগাছে এখনো কান্না পাখির মতো কিচিরমিচির গান করে। বৃষ্টি আসবে বলে কথার বরখেলাপ করে না, ঠিকই বৃষ্টি নেমে আসে দুই দেহের জোয়ার-ভাটায়, কান্নায়-কামনায়।
অযথা অভিযোগে কত শত দূরত্ব রচনা, ঠিক দুপুর হলে কান্নায় ভেঙ্গে পড়া-- আহারে মানুষ পেলাম না, আহারে মানুষ পেলাম না!
নীরব সন্ধ্যায় নিশ্চুপ রেস্টুরেন্টে কফি খেতে খেতে হৃদয়ে বর্ষা নেমে আসে, কোনোমতেই জলের স্রোত দেখানো যায় না কাউকে। জানালার ফাঁকে ভেসে আসে একঝাঁক শাদা বকের দুধসাদা ওড়াউড়ি।
খুব জানতে ইচ্ছে করে শীতের পরে মানুষের দেহে কী বসন্ত আসে না, পুরাতন ভুলগুলো অযথা আলাপ না করে নবীন ফুলে প্রকৃতিকে পূর্ন করে তুলে না?
সব হৃদয় একদিন হৃদয়ের সাথে মিলাদ মিলনে মিলে যায়, তুমিও মিলে যাবে কোনো এক জলের সাথে বিবাহিত বর্ষায়।
অযথা অভিযোগে কত শত দূরত্ব রচনা, ঠিক দুপুর হলে কান্নায় ভেঙ্গে পড়া-- আহারে মানুষ পেলাম না, আহারে মানুষ পেলাম না!
নীরব সন্ধ্যায় নিশ্চুপ রেস্টুরেন্টে কফি খেতে খেতে হৃদয়ে বর্ষা নেমে আসে, কোনোমতেই জলের স্রোত দেখানো যায় না কাউকে। জানালার ফাঁকে ভেসে আসে একঝাঁক শাদা বকের দুধসাদা ওড়াউড়ি।
খুব জানতে ইচ্ছে করে শীতের পরে মানুষের দেহে কী বসন্ত আসে না, পুরাতন ভুলগুলো অযথা আলাপ না করে নবীন ফুলে প্রকৃতিকে পূর্ন করে তুলে না?
সব হৃদয় একদিন হৃদয়ের সাথে মিলাদ মিলনে মিলে যায়, তুমিও মিলে যাবে কোনো এক জলের সাথে বিবাহিত বর্ষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন