মাথার ভেতর মৌমাছি নেই
মৌমাছি যায় না মধুর কাছে
মৌমাছি আমার, মধু আমার
কোথায় আছে, কেমন আছে?
আমার এখন তপ্ত দুপুর
চোখে আসে ক্লান্তিঘুম
আড্ডাবিকাল আসতে পারে
তাও অনেক পরের কথা
মনের ভেতর মৌমাছি নেই
নেই তো কোনো মধুব্যথা
চোখের ভেতর আছে শুধু
আসে শুধু ফাগুনসখা
মনের ভেতর হাপর তুলে
মধু প্রিয়ার কথার পাখা
মৌমাছি যায় না মধুর কাছে
মৌমাছি আমার, মধু আমার
কোথায় আছে, কেমন আছে?
আমার এখন তপ্ত দুপুর
চোখে আসে ক্লান্তিঘুম
আড্ডাবিকাল আসতে পারে
তাও অনেক পরের কথা
মনের ভেতর মৌমাছি নেই
নেই তো কোনো মধুব্যথা
চোখের ভেতর আছে শুধু
আসে শুধু ফাগুনসখা
মনের ভেতর হাপর তুলে
মধু প্রিয়ার কথার পাখা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন