সম্মান > সন্মান = সম + মান। অনেকেই সম্মানকে সন্মান উচ্চারন করে। প্রথম কারন সচেতনতার অভাব, দ্বিতীয় কারন অধিকাংশের কাছে সম + মান এর চেয়ে সন + মান অধিক আত্মীয়সুলভ। সম + বাদ = সংবাদ কিন্তু অধিকাংশ উচ্চারন করে সমবাদ, কারন অধিকাংশের কাছে সং' শব্দটি ততটা অভিযোজন ক্ষমতা অর্জন করেনি যতটা সম' শব্দটি অর্জন করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন