বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

সা রে

মাঝে মাঝে ভাষাহীন হয়ে যায় যাপিত নদী
ঘর খুঁজে পায় না ভাবনার পলাতক গতি
গরম নেমে আসে জলের পালতোলা ভাঁজে
জানালার গতরখানা ভুলে যায় শব্দের কারুকাজ, পর্দার ভেতর রচনা করে জীবনভিত্তিক আকাশ
আকাশ ডেকে বৃষ্টি আসে, বিজলি আসে নায়ক জসীমের মতো
গ্রামের মানুষ, নাগরিক এসিধর রুম শান্তির পর্দায় সিনেমা দেখতে বসে
বোরখা খুলে শীতল বাতাসে হেলান দিয়ে দূরে চেয়ে থাকে আমেনা
টিউনিক ফাঁকে বৃষ্টি পড়ে কৃষকের গরীব আঙিনায়
নীলনয়না হয়তো চুপচাপ বসে থাকে সিগারেটের ধোঁয়ায়

গরম আর বৃষ্টির মাঝে কত চমৎকার বোঝাপড়া-- একজন আসে অন্যজন যায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন