মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

জতেক

কারো কথা মনে পড়ে খুব
কারো কথা মনে আনে সুখ
কারো কথা  ট্রেনকাটা লাশঘরের ঘুম
কারো কথা জলের মতো উৎসমুখী দুঃখ
কারো কথা বুকের দেশে লুকিয়ে রাখা মুখ
কথার জলে ভেসে থাকে যত্রতত্র লোভ
কথা চলে
কথা চালায়
কথা জাগে
কথা জাগায়
কথার মাঠে খেলা করে মানুষ হওয়ার লোভ
কথার জালে যত বিবাদ ক্রোধের ভেতর ক্রোধ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন