শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

এখানে

তুমি তো অন্ধ নও
অন্ধের লেখার মতো নয় তোমার রূপের বাহার
হাত দিয়ে পরখ করি তাই তোমার দেহের আকার
ঠোঁটের ভেতর ঠোঁট, স্তনের বোঁটায় তর্জনী বৃদ্ধার-যুগল ইতিহাস
কেঁপে ওঠে বারবার তোমার কোমড়ের তীরে বেঁচে থাকা ভাঁজ
এখানেই তুমি আর আমি
এখানেই আমরা জীবনের দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন