সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

.ব

তুমিও বেশ আছো
আমিও বেশ আছি
তোমার ভালো থাকা দেখে
আমি ভালো থাকা শিখি।

কত সুন্দর পরিবেশে পাতাচোরা আলোয় গন্ধমাখা দিন তোমার।

একটি বিকালের কাছে নরম একখান ফুরফুরে মেজাজ চাওয়া আমার, একটি নদীর মাঝে বাঁশিবাদক একজন মাঝি হলেই চলবে, দূর্বাঘাসে বসে অলস আসনে দক্ষিনা বাতাসের কাছে কিছু সুখ চাইবো।

পথভোলা সন্ধ্যায় ডালুম পেঁচার মতো চেয়ে  চেয়ে তোমার সুখ কিনে নিবো, ঘুঘুর মতো ঠিক সকালে তোমার কানের নিচে ডাকের আড্ডা দিবো, সুখের মতো ঠিক একদিন সুখ দেখে নিবো।

ভালো আছি জেনো
মান্যবর কোনো প্রার্থনা নেই আমার

প্রিয় চাঁদ, আর কত বিতরন করবে রূপের আতর চুপচাপ?
কথার পৃথিবী চায় কথার বৃষ্টি টুপটাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন