অভ্যাসের প্যাকেজ প্রতিনিয়ত মানুষকে তাড়া করে, মানুষও মিশে আছে অভ্যাসে জলের মতো, আর ভাসমান ফেনা নিয়ে পৃথিবীতে তর্ক চলে
ঝগড়া হয়
জীবন রচনা করে কবর, মানুষ কিন্তু পাখির মতো উড়ে, মানুষ কিন্তু নদীর মতো চলে, মানুষ কিন্তু গতির মতো রূপান্তর ঘটায়, মানুষ এক ধারনার নাম আকাশ যেমন করে ধারনা হয়ে বসে আছে
ঝগড়া হয়
জীবন রচনা করে কবর, মানুষ কিন্তু পাখির মতো উড়ে, মানুষ কিন্তু নদীর মতো চলে, মানুষ কিন্তু গতির মতো রূপান্তর ঘটায়, মানুষ এক ধারনার নাম আকাশ যেমন করে ধারনা হয়ে বসে আছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন