দেখে দেখে বুঝেছি সে নামেমাত্র ব্যথাতুর
আমি ব্যথা দিয়ে ব্যথা বুঝেছি।।
শরৎ এলে ফুলঘ্রানে মন আমার হয় ব্যাকুল
ফুলে ফুলে মধু চিনেছি।।
কাঙাল বেশে ঘুরি সখা মাধুকরী স্বভাব না
অভাব দিয়ে স্বভাব চিনেছি।।
আসো যদি বাউল বেশে বাজাও বাঁশি এই বনে
দেখবে আমি বসে আছি ব্যথাতুর মনে।।
আমি ব্যথা দিয়ে ব্যথা বুঝেছি।।
শরৎ এলে ফুলঘ্রানে মন আমার হয় ব্যাকুল
ফুলে ফুলে মধু চিনেছি।।
কাঙাল বেশে ঘুরি সখা মাধুকরী স্বভাব না
অভাব দিয়ে স্বভাব চিনেছি।।
আসো যদি বাউল বেশে বাজাও বাঁশি এই বনে
দেখবে আমি বসে আছি ব্যথাতুর মনে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন