চাঁদের যৌবন জানতে সাগরকে কেন ডেকেছিলে প্রিয়?
এতোই যদি মান অভিমান চাঁদ হয়ে কেন এসেছিলে ঘরে আমার?
লোনা পানির মাছে থাকে স্রোতের ফেনা
হাতের নিচে থাকে হাজারো ছায়া,
চাঁদের মুখে কলঙ্ক লেপ্টে দিয়েছে তারা লোনা পানির ফেনা আর ছায়ার মতো,
ছায়া তো মূলের দ্বিগুন কখনো বহুগুনে পীথাগোরাস
ছায়াকালে তোমার মনে বিয়োজন ব্যথার সাল
ব্যথার সালেও নদীর তীরে বাঁশি বাজে
সুরের পাখনায় ভর করে নেমে আসে গতকাল আজ আগামীকাল
কামাতুর ঘামের গন্ধে ঘৃনা জমা থাকে তবুও ঘামহীন কৃষক ঢেউ তুলে না হৃদয়ে তোমার
হৃদয়ের ঘরে এখনো তোমার ছায়া বহুগুনে দেখি
অর্ধেক চাঁদ আধেক নদী পথ ভুলে গেছে মাঝি
অন্ধদলের মনে মাথার ঠিক এক হাত উপরে আকাশের বাড়ি
ঠিক একদিন নদীর স্রোতের মতো বলে দিবো আড়ি বন্ধু আড়ি
এতোই যদি মান অভিমান চাঁদ হয়ে কেন এসেছিলে ঘরে আমার?
লোনা পানির মাছে থাকে স্রোতের ফেনা
হাতের নিচে থাকে হাজারো ছায়া,
চাঁদের মুখে কলঙ্ক লেপ্টে দিয়েছে তারা লোনা পানির ফেনা আর ছায়ার মতো,
ছায়া তো মূলের দ্বিগুন কখনো বহুগুনে পীথাগোরাস
ছায়াকালে তোমার মনে বিয়োজন ব্যথার সাল
ব্যথার সালেও নদীর তীরে বাঁশি বাজে
সুরের পাখনায় ভর করে নেমে আসে গতকাল আজ আগামীকাল
কামাতুর ঘামের গন্ধে ঘৃনা জমা থাকে তবুও ঘামহীন কৃষক ঢেউ তুলে না হৃদয়ে তোমার
হৃদয়ের ঘরে এখনো তোমার ছায়া বহুগুনে দেখি
অর্ধেক চাঁদ আধেক নদী পথ ভুলে গেছে মাঝি
অন্ধদলের মনে মাথার ঠিক এক হাত উপরে আকাশের বাড়ি
ঠিক একদিন নদীর স্রোতের মতো বলে দিবো আড়ি বন্ধু আড়ি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন