বুধবার, ৩ আগস্ট, ২০১৬

চ...

কোনো প্রসংশাই আজকাল গতরে মাখি না, কোনো নিন্দা আসে না কানের কাছে যেখান থেকে শব্দ গোল হয়ে মনে পৌঁছে, শুধু বসে থাকি বসে থাকি এবং বসে থাকি নীরব কোনো ঘুমে, তোমাদের পথেরা আগুনের মতো কাছে টানে, পথহারা পথিকই জানে আগুনের মর্ম এবং মানে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন