রাগ করতে ভালোবাসে, ভয় পেতে ভালোবাসে, হিংসা করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, ঘুমাতে ভালোবাসে। চিন্তা করতে অনেকটা কম ভালোবাসে মানুষ। মানুষ তো পারে তার ঘরে একটি ফ্রিজ কিনে আনতে, না, মানুষ কিনে আনে দেখানো দেখানো মনোভাব।
খুব সকাল হবে
খুব রাত হবে
খুব বিজ্ঞান হবে
খুব মিথ্যার মতো সত্যের চাষ হবে
নদীয়া যাবে সরলতার ঘরে আরও-- সরল চিরদিন সরল থাকিয়া যায়-- এখানেই জীবন।
আগুনের পরে ছাই, ছাই যদি পৃথিবী হবে তাহলে কেন এতদূর হাঁটাচলা! থামতে পারে পাখি যেকোনো দুপুরে, ডানার শান্তি পাখির ঘর।
শান্তি পেতে ভালোবাসে। শান্তির জন্য সুখ কিনে আনে রোজ। পত্রিকার পাতা বুর্তি সুখ, টিভির কালার বুর্তি সুখ, বাথটাবে ফুল আর ফুল, ভুলে ভুলে সুখ। অনেক সুখ দেখে শান্তি পালায় পালায়।
তার ঘরে এখনো মরিচবাটার সাথে গরম নরম ভাত, ভালো কোনো তরকারি নেই বহুকাল। তবুও তাদের ঘরে বাতাস আসে, আবার তারা ঘেমে যায়, আবার বাতাস আসে, তারা কষ্ট পেতে পেতে কষ্ট পায়। তারাও ভালোবাসা চায়
আমিও ভালোবাসা চাই
খুনিও তো মানুষ ভালোবাসার ঘরে
ডাক্তার হলে রোগীর জন্য ঘৃনা অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে
খুব সকাল হবে
খুব রাত হবে
খুব বিজ্ঞান হবে
খুব মিথ্যার মতো সত্যের চাষ হবে
নদীয়া যাবে সরলতার ঘরে আরও-- সরল চিরদিন সরল থাকিয়া যায়-- এখানেই জীবন।
আগুনের পরে ছাই, ছাই যদি পৃথিবী হবে তাহলে কেন এতদূর হাঁটাচলা! থামতে পারে পাখি যেকোনো দুপুরে, ডানার শান্তি পাখির ঘর।
শান্তি পেতে ভালোবাসে। শান্তির জন্য সুখ কিনে আনে রোজ। পত্রিকার পাতা বুর্তি সুখ, টিভির কালার বুর্তি সুখ, বাথটাবে ফুল আর ফুল, ভুলে ভুলে সুখ। অনেক সুখ দেখে শান্তি পালায় পালায়।
তার ঘরে এখনো মরিচবাটার সাথে গরম নরম ভাত, ভালো কোনো তরকারি নেই বহুকাল। তবুও তাদের ঘরে বাতাস আসে, আবার তারা ঘেমে যায়, আবার বাতাস আসে, তারা কষ্ট পেতে পেতে কষ্ট পায়। তারাও ভালোবাসা চায়
আমিও ভালোবাসা চাই
খুনিও তো মানুষ ভালোবাসার ঘরে
ডাক্তার হলে রোগীর জন্য ঘৃনা অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন