মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

যেন বলে

খাঁটি সোনা দিয়ে অলঙ্কার হয় না, খাদ মেশাতে হয় -- কথাটি বলতে অনেকে আরামবোধ করে। কারন কথাটির মধ্য দিয়ে অনেক অপরাধকে স্বীকৃতি দেয়া হয়। আরামবোধ করার কারন নেই-- বস্তুগত নির্মান মানে বস্তুগত মিশ্রন। ঔষধ তৈরীতে কুকুরের প্রস্রাবও ঘৃনার্ত নহে, ঔষধ তৈরির উপাদান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন