রবিবার, ১২ মার্চ, ২০১৭

একদিন আসবে বলে গতি থেমে যায়

কাক কাকের মতে উড়ে
                তাল তালের মতো পড়ে
নদী নদীর মতো বহে
             শিশু আপন মনে কাঁদে

গতির উপরেও গতি বলে কিছু একটা থাকে
থেমে থেমে আসে বোধ-- বোধের সাজানো বাসর

তরমুজের ব্যবসা করে যে লোকটা সেও জানে তরমুজ মানে লাল আর সবুজ জলকেলি মাংসের ভেলকি-- তরমুজ জানে অন্যকিছু-- অন্যরকম আলোর মতো কালো হয়ে আসে চিন্তার ঋতু।

ব্যবসার ভাষায় কথা বলতে পারে না যে লোকটি সে বড় বোকা সমাজের কাছে-- কিছু হয়ে ওঠে না কিছুই হয়ে ওঠে না ঘোড়ার ডিম টাইপের কিন্তু সময়ের কাছে সে যেন স্মার্ট এনাফ।

কার কাছে কি কতা কমু
চোখের কাছে চোখ বড় একা
দরজা খোলা থাকে
জানালায় বন্দী থাকে কিছু অপেক্ষা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন