যুগজ্বর ধরেছে তোমার তন্ত্রীতে-- কালাতীত মানুষ নিজেকে হারায় কালের মহিমায় নিজেকে পাওয়ার বাসনায়।
আবেগের রাস্তায় মুখে হাত দিয়ে বসে থাকে বিবেক-- গাছে কাঁঠাল গোঁফে তেল-- জন্ম রোগে কাফে আজন্ম ভের।
ব্রিজের উপর দিয়ে লাফাইতে লাফাইতে চলে যায় সুধী সময়-- হাসির চিত্রা নামে ঘন দাগের বর্ষায়-- চোখের উপর চশমা নামে রোগের বাহানায়। নারী তোমার সামনে থেমে যায় যতসব বিশ্বকথা-- পাহাড় পর্বত উপত্যকা ঝরনা সমতল অতএব নদী ফসল-- সবই আছে তোমার দেহে-- তোমার ভ্রমনে হয়ে যায় বিশ্বভ্রমন-- রমনে ভ্রমনে তুমি তো পবিত্রলিপি চোখ থেকে চোখে।
অতএব সুখ হবে অতপর তোমার কাছে এসে
আবেগের রাস্তায় মুখে হাত দিয়ে বসে থাকে বিবেক-- গাছে কাঁঠাল গোঁফে তেল-- জন্ম রোগে কাফে আজন্ম ভের।
ব্রিজের উপর দিয়ে লাফাইতে লাফাইতে চলে যায় সুধী সময়-- হাসির চিত্রা নামে ঘন দাগের বর্ষায়-- চোখের উপর চশমা নামে রোগের বাহানায়। নারী তোমার সামনে থেমে যায় যতসব বিশ্বকথা-- পাহাড় পর্বত উপত্যকা ঝরনা সমতল অতএব নদী ফসল-- সবই আছে তোমার দেহে-- তোমার ভ্রমনে হয়ে যায় বিশ্বভ্রমন-- রমনে ভ্রমনে তুমি তো পবিত্রলিপি চোখ থেকে চোখে।
অতএব সুখ হবে অতপর তোমার কাছে এসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন