একজন সুন্দরী রাত ছিল আমার। ভাবছেন হতাশার কথা বলবো। একদম না।
রাতের ছিল পাখনা। ভাবছেন বলবো পাখনা দিয়ে পাখি উড়ে গিয়েছিল। আরে একদম না। মাটির ময়না উড়ে উড়ে যায় না।
রাতের একটা ব্যক্তিগত দল আছে। আচ্ছা, আগে বলেছেন ছিল এখন আবার একেবারে নিত্য বর্তমান, ঘটনাটি হুলাছা করেন তো মশাই।
আরে মিয়া এতো হিসাব করে কথা বলি নাকি। হিসাব করে তো কথা তারা বলবে যাদের সম্পদ অঢেল, ন্যাংটার আবার এতো হিসাব নিকাশের প্রয়োজন আছে বলে আমার পূর্বপুরুষদের কেউ বলেনি।
কিন্তু আজকাল তো হগলে মিললা ন্যাংটা হতে মুখিয়ে আছে, এইডা কিচ্ছু তো বুঝি না।
খুব সহজ, স্মার্ট সাজনের আধুনিক কিংবা অত্যাধুনিক ভাব।
ভাবে তো পেট ভরে না।
দুরু মিয়া, বুঝেন না কেরে? ভাব নিয়া থাকলেই তো বান্দরবনকে বৃন্দাবন মনে অইবো ...
রাতের ছিল পাখনা। ভাবছেন বলবো পাখনা দিয়ে পাখি উড়ে গিয়েছিল। আরে একদম না। মাটির ময়না উড়ে উড়ে যায় না।
রাতের একটা ব্যক্তিগত দল আছে। আচ্ছা, আগে বলেছেন ছিল এখন আবার একেবারে নিত্য বর্তমান, ঘটনাটি হুলাছা করেন তো মশাই।
আরে মিয়া এতো হিসাব করে কথা বলি নাকি। হিসাব করে তো কথা তারা বলবে যাদের সম্পদ অঢেল, ন্যাংটার আবার এতো হিসাব নিকাশের প্রয়োজন আছে বলে আমার পূর্বপুরুষদের কেউ বলেনি।
কিন্তু আজকাল তো হগলে মিললা ন্যাংটা হতে মুখিয়ে আছে, এইডা কিচ্ছু তো বুঝি না।
খুব সহজ, স্মার্ট সাজনের আধুনিক কিংবা অত্যাধুনিক ভাব।
ভাবে তো পেট ভরে না।
দুরু মিয়া, বুঝেন না কেরে? ভাব নিয়া থাকলেই তো বান্দরবনকে বৃন্দাবন মনে অইবো ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন