বুধবার, ১৫ মার্চ, ২০১৭

যেন বেশ

মধ্যমদের রোগের নাম হারানো রোগ। তারা হাসতে গেলে ভাবে এই বুঝি হাসি চুরি হয়ে গেল, প্রেম করতে গেলে ভাবে এই বুঝি মানুষ জেনে ফেললো, বাজার করতে গেলে ভাবে এই বুঝি হেরে গেলাম, বন্ধুর সাথে স্বাভাবিকভাবে মিশতে গেলে ভাবে এই বুঝি সংসার নষ্ট হয়ে গেলো। কথা বলতে গেলে ভাবে এই বুঝি হাজার বছরের (মানে পিতা এবং পিতার বাবার কাছ থেকে পাওয়া) জনপ্রিয়তা মারা গেল একেবারে মাঠে মারা গেল।  গেলো গেলো। একেবারে গেলো।

মধ্যমদের হারানো রোগের ভাইরাসের নাম 'দেখে ফেললো, দেখে ফেললাম'।

তারা মেপে মেপে কথা বলে, তাদের কাছে জীবনের ইঞ্চি ইঞ্চি মাপ। মাপতে মাপতে তারা জীবন ভুলে যায়-- মাপের ভেতর তাদের জীবন ঘুরপাক খায়।

আর উপরওয়ালাদের সে এক দারুন রোগ-- 'তালগাছটা তোমার না আমার'।

নিচে যারা আছে তারা তো মহান-- চাকার মতো কেবল ঘুরে আর ঘুরে, তিনি নাচালে মহানরা নাচে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন