একটা সময় শাড়ি পরা নারী দেখলে ভালো লাগত না। ভাবতাম মেয়েরা কেন শাড়ি পরবে? শাড়ি কোনো পোশাক হতে পারে নাকি! শাড়ি মেয়েদের আরও অধিক মেয়ে করে তুলে। মিছিলে গতিরোধক হিসাবে কাজ করে শাড়ি। শান্তিনিকেতন থেকে আসার পর শাড়ি পরা মেয়ে দেখলে ভালো লাগে। ভুবন মাঝি দেখলাম, দেখলাম তাদের ছোট ছোট আঁচলের শাড়ি পরা-- খুবই ভালো লেগেছে।
নারীকে নারীর মতো দেখায় শাড়িতে। কাঁঠালকে আমের মতো দেখার মধ্যে কাঁঠালের কোনো আভিজাত্য নেই। কাঁঠালের আভিজাত্য কাঁঠাল হওয়ার মধ্যে।
নারী যে সৃজনী, নারী যে নায়কের উপরে নায়ক, নারী যে মোলায়েম, নারী যে পৃথিবী তা আমরা টের পাই না। ভুবন মাঝি মুভিটা কিছুটা হলেও নারীর জায়গাটা ধরার চেষ্টা করেছে। একজন নহির হয়তো ইতিহাসের কালিক নায়ক কিন্তু নহিরকে নহির করে তুলে একজন ফরিদা একজন ইয়াছমিন একজন নারী।
নারীকে নারীর মতো দেখায় শাড়িতে। কাঁঠালকে আমের মতো দেখার মধ্যে কাঁঠালের কোনো আভিজাত্য নেই। কাঁঠালের আভিজাত্য কাঁঠাল হওয়ার মধ্যে।
নারী যে সৃজনী, নারী যে নায়কের উপরে নায়ক, নারী যে মোলায়েম, নারী যে পৃথিবী তা আমরা টের পাই না। ভুবন মাঝি মুভিটা কিছুটা হলেও নারীর জায়গাটা ধরার চেষ্টা করেছে। একজন নহির হয়তো ইতিহাসের কালিক নায়ক কিন্তু নহিরকে নহির করে তুলে একজন ফরিদা একজন ইয়াছমিন একজন নারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন