অপেক্ষা যেখানে থাকে না সেখানে মৃত্যু। পুকুরের কোনো অপেক্ষা নেই, ডুবারও নেই, লেকের আরও নেই। নদীর রয়েছে অসীম অপেক্ষা-- সাগরের সাথে মিলিবার অপেক্ষা।
যে নদী অপেক্ষা করতে জানে না সে নদী পুকুর হয়ে যায়, ডুবা হয়ে যায়, সে নদী দ্রুত মারা যায়।
যে নদী অপেক্ষা করতে জানে না সে নদী পুকুর হয়ে যায়, ডুবা হয়ে যায়, সে নদী দ্রুত মারা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন