এক চোখে সময় দেখে মানুষ
অন্য চোখে আকাশ ভরা সংশয়
চুলমেঘ নেমে আসে বোধের বিছানায়
কেমন করে যেন দিনের ভেতর রাত ঢুকে যায়-- রাত হতে আস্তে আস্তে খসে পড়ে বয়সের পালক-- হালকা হয়ে আসে লিপস্টিক।
খুব সুন্দর তুমি আকাশের নিচে-- আকাশের দেশে তুমি এক ডানাকাটা মেঘ-- পরমা হৃদয়ে বসে আছে পুরুষ অঘোর বাসনায়-- নেমে আসো ওহে নাকের গন্ধসীমায় আপনা আপনি-- খুব সুন্দর তুমি খুবই সুন্দর তুমি আমারই রক্তে আমার সনাতন ভূমি-- তুমি শব্দটি ভুলে গেছি বহুকাল-- বৃষ্টি হবে আবার কেটে যাবে নিথুয়া আঁধার-- এমন করে এমন দিনে তারে (ভালোবাসি) বলা যায়-- তারে ন ভুলা যায় ন ভুলা যায়
অন্য চোখে আকাশ ভরা সংশয়
চুলমেঘ নেমে আসে বোধের বিছানায়
কেমন করে যেন দিনের ভেতর রাত ঢুকে যায়-- রাত হতে আস্তে আস্তে খসে পড়ে বয়সের পালক-- হালকা হয়ে আসে লিপস্টিক।
খুব সুন্দর তুমি আকাশের নিচে-- আকাশের দেশে তুমি এক ডানাকাটা মেঘ-- পরমা হৃদয়ে বসে আছে পুরুষ অঘোর বাসনায়-- নেমে আসো ওহে নাকের গন্ধসীমায় আপনা আপনি-- খুব সুন্দর তুমি খুবই সুন্দর তুমি আমারই রক্তে আমার সনাতন ভূমি-- তুমি শব্দটি ভুলে গেছি বহুকাল-- বৃষ্টি হবে আবার কেটে যাবে নিথুয়া আঁধার-- এমন করে এমন দিনে তারে (ভালোবাসি) বলা যায়-- তারে ন ভুলা যায় ন ভুলা যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন