শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

অনেক অনেক অভিজ্ঞতা

মাথা ব্যথা পর বৃষ্টি নামে। আকাশ সমান মানুষের ঘরে দেখা দেয় মাতৃকালীন অসুখ। জড় পদার্থ হৃদয় প্রান খুঁজে হয়রান। মানুষের ঘরে মানুষ না থাকলেও চলে, হাতির বাচ্চা নদী ভালোই চিনে!অসুখ সারানো যায় না, যে যেমন আছে তেমনই থাকে, ভালো লাগা শুধু সমষ্টিতে, সৃষ্টিতে, আপন মনের গোপন বন্দনায়।

তারা প্রান খুঁজে ব্রিজে, প্রান খুঁজে ক্যাফেটেরিয়ায় লকলকে আয়নায়।যারা যারা তারা তারাই থাকে,
তারা তারা কখনো আমরা আমরা হয় না।

এইভাবে আমি আমরা হয়েও আমিই।  এইভাবে আমরা আমি হয়েও তারা। সমাজ এক জটিল ধাঁধা, প্রেমিকার মনেও কাদা আর কাদা।

বন্দনা শেষে প্রার্থনা হবে, শুকনামরিচ আগুনে যাবে, আইকন চোখে অন্ধকার নামলে রাখাল পাবে না কোনো প্রকার তরবারি সুখ। চরমতম বেদনা থাকলে কাজে লাগেই দালান কিংবা ব্রিজে-- তারা প্রান খুঁজে ব্রিজের ফুটপাতে। বন্দনা করার আগেও তো গান করা যায় এবং গান বন্দনার বহু বছর আগের কল্পকথা, গল্পকথা, জীবন ব্যবসা।

ব্যবসা হবে বলেই মোনাজাত ধরলেন আমগো ইমাম সাহেব। ব্যবসা ছাড়া প্রার্থনা করতেন যে নদী তাকে আমরা হত্যার করছি নিয়মমাফিক রোজ রোজ। ফাস্ট ফোডেস্ক তো আর প্রকৃতির রান্নাঘর চিনে না জনাব। আমাদের টিনের চালে বৃষ্টি হলে মেঘনায় আমিও বেড়াতে যাবো স্নানশখ বাসনায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন