শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

টিপ না দিলেই ভালো লাগে

দাবা খেলতে জানে না
মানুষ দাবা খেলতে জানে না
চুমু খাবার আগেই তারা শুরু করে জলকেলি খেলা
দাবা খেলার আগেই মানুষ দেখায় আফিম কৌতুক
   
কৌশল
           যোগ্যতা
                        পৌষের মেলা

গতির মতন স্থির হয়ে আসে সৈয়দ শামসুল হক কিংবা তাহাদের পিতা
একদিন পরে আগের দিন দেখা যায়
আগের দিনে বসে দেখি পাবলিক বাস
ভ্রমনে রমনে হনুমানে সাপ মুন্সি গ্রাম-- মৃত্যুর পর মৃত্যু মৃত্যুর পর মৃত্যু খানিকটা জীবন
আর কত বেঁচে থাকা যায়-- এ যে নামাতা নামাতা আয়তন

আয়তনে নামে সুখ
আয়তনে নামে দুহ
আয়তনে রাজ্য
আয়তনে পরাজয়
আয়তনে যতসব রাজার আসন
আয়তনে কেনাবেচা
আয়তনের ভেতর আয়তন মুখোমুখি বসিবার কতিপয় বচন

একটা গতি বারবার বারবার মাথার ভেতর ডেকে ডেকে হয়রান
কোথাও যেতে বলে
কোথাও স্থির হতে দেয় না-- চলো চলো চলো
চলতে চলতে থামা ভুলে গেছি-- কষ্ট হয় যে মনের ভেতর
আর কত কষ্ট নিয়ে জীবনের সাথে বাজি খেলবা মন
আর কত কষ্টের বারান্দায় ফেলবে যবনিকা চিহ্ন
দাবা খেলবার বহুজাতিক নিয়মে তারাও আজকের ব্রাহ্মন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন