বুধবার, ১ মার্চ, ২০১৭

এ.

মেঘমালা গো আমার-- কুতুব মিনার
গাছের ভেতর আয়োজন করে পাখির কথা
নিজামউদ্দিন আউলিয়া চলে যায় রাস্তায় বারবার
সূর্যের সামনে তুমি দাঁড়ালেই সঙ্গীত বেজে ওঠে-- কোনো কান কথা নয়
তুম আয়েগা তুম আয়েগা জরুর
আমার ইনতেজার আর কতখানি কাজে লাগে মরুময় হৃদয় তোমার
লালবাতি দেখালে হরতাল করলে
অভাগা গরীব ঘরে ভাত নেই রান্না হবে না বহুদিন-- অভিমান করলে তুমি মানহীন জীবন আমার-- রাস্তা ফাঁকা দেখিয়ে ফেনের মতো আলাদা হয়ে গেলে-- ভাত আমি পিষ্ট জীবন দাঁতের নিচে, মরনে মরনে আমি তুমিময় কাছে-- মিন্ট রোড দিল্লিতেও আছে তবুও তা ঢাকা থেকে দূরে বহু দূরে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন