শনিবার, ৪ মার্চ, ২০১৭

লাঙল

খুব শখ করে একদিন লাঙল ধরেছিলাম। কৃষকের পুলা বলে কথা। লাঙল আমার মাটি কাটতে পারেনি, কেটেছিল গরুর পা। লাল হয়ে ওঠে বাবার চোখ।

তারপর থেকে তওবা তওবা। আমি লাঙল দেখলে পালাই, গরুও আমাকে দেখলে পালায়।

দুই দিক থেকে দুজনে পালাতে পালাতে ভুলে গ্যাছে সমাজ কৃষকের নাম, লাঙলও আজকাল জাদুঘরের সামান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন