গুচ্ছ গুচ্ছ আলোর পাশে
একটা পোকা থাকে অন্ধকারে
ধরার বেশে অধরা সে
জলের ভীড়ে মাছেরা হাসে।।
চুপিসারে অভিসার জানালা খোলা তার
জোছনা আসে তার বাতায়নে।।
শত শত কথার ভীড়ে
একটা কথা থাকে নীরব ঘরে
দেখা দিয়েও দেখায় না সে
খুব যতনে গোপনে হাঁটে।।
প্রতিদিন প্রতিদান মন তার ছিমছাম
অনুপম ভাবনায় কথা বলে।।
একটা পোকা থাকে অন্ধকারে
ধরার বেশে অধরা সে
জলের ভীড়ে মাছেরা হাসে।।
চুপিসারে অভিসার জানালা খোলা তার
জোছনা আসে তার বাতায়নে।।
শত শত কথার ভীড়ে
একটা কথা থাকে নীরব ঘরে
দেখা দিয়েও দেখায় না সে
খুব যতনে গোপনে হাঁটে।।
প্রতিদিন প্রতিদান মন তার ছিমছাম
অনুপম ভাবনায় কথা বলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন