রেললাইন দুটি মিলিত হয় না বলে অনেক প্রেমিক উপমা করে। একজন আরেকজনকে বলে দেখো রেললাইন কত কাছাকাছি অথচ কোনদিন তারা এক ঘরে এক বালিশে ঘুমাতে পারে না। এটাই প্রেম বুঝলা। মিলিত হওয়ার নাম প্রেম না। যদি রেললাইন দুটি মিলিত হয় তখন তাদের মিলনের নাম দুর্ঘটনা। তারপর তারা গান ধরে-- তোমার আমার দেখা হবে ঐ পাড়ে বন্ধু ঐ পাড়ে। মানে দুর্ঘটনার পর।
আরে ভাই প্রেমিক,
রেললাইন দুটি সমধাতু, সমকর্মী।
রেললাইন রেললাইন মিলিত হবে কেন? তারা তো সমকামী না।
রেললাইন মিলিত হবে চাকার সাথে। এবং চাকার আর রেললাইনের মিলন হয়েও থাকে
আরে ভাই প্রেমিক,
রেললাইন দুটি সমধাতু, সমকর্মী।
রেললাইন রেললাইন মিলিত হবে কেন? তারা তো সমকামী না।
রেললাইন মিলিত হবে চাকার সাথে। এবং চাকার আর রেললাইনের মিলন হয়েও থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন