শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

কালাই গোবিন্দপুর

কালাই গোবিন্দপুর। নদী মাতা গ্রাম। অর্থনীতির চাকা নদী মাতার স্তন পান করে। এখানকার স্তন্যপায়ীরা সূর্যমুখী ফুলের মতো হাসে, মেঘনার জলের মতো স্বচ্ছ তাদের মন। কামে আর প্রেমে তাহাদের দিনযাপন। রোদের তাপে শরীরের ব্যক্তিগত চামড়া পর্যন্ত শীতকালের পাতার মতো মৃতপ্রায়। তবুও তারা বেঁচে থাকতে জানে নির্মম কঠিন সত্যের সাথে। তারাই মানুষ।

বেলাল নাকি খুব সুন্দর করে আযান দিতেন। সুন্দর করে আযান দেয়ার জন্য মিউজিক সেন্স থাকা লাগে। কারন আযানটা কন্ঠের ব্যাপার। হৃদয় কন্ঠের কাছাকাছি না আসলে মিউজিক দরিয়ায় ঢেউ ওঠে না, আর হৃদয়টা প্রকৃতির কাছাকাছি না থাকলে হৃদয়টা ঠিক হৃদয় হয়ে ওঠে না।

গোবিন্দপুর গ্রামে প্রকৃতি ভাড়া পাওয়া যায়, হৃদয় ভাড়া পাওয়া যায়। আমরা যারা আজকাল শহুরে মানুষ এসিরুম ভাড়া করার জন্য হাপিত্যেশ করতে থাকি তারা হয়তো মানুষ না, রোবটের অপভ্রংশ।  প্রকৃতি বিক্রি করে এসিরুম ভাড়া করার নাম নাকি আধুনিকতা। আধুনিকতা গ্রাস করে আধুনিকতা, আর প্রকৃতি একটানা সহোযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রকৃতিপাড়ায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন