শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

উচাটন

হায়রে আমার উচাটন কামদেহ
বর্ষণে গর্জনে কত নদী তোমার
আলাবালা না, যা চাও তাই পাও
তবুও তুমি কার বগলে ঘুমাতে চাও
কার কাছে শান্তি চাও রেজা বন্ধু
কারে তুমি তালাস করো দিনের পর দিন
আসমান জমিন যুগল পথে কেন এতো  ছটফটানি
শুয়ে থাকা চোখের মতো নিথর নীরব
হৃদয়ের গঙ্গা কী আর জলে পূর্ণ হয়?
জলাতিক মর্মভূমি প্রেমের জলে নুয়ে পড়া অসুখ
মন চায় মনের কাছাকাছি কোনো এক সুখ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন