রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

আসে

মুয়াজ্জিমের আযান শুনে জেগে ওঠে মুসলিম
আসসালাতু হাইরোম মিনান নাউ
চোখের পাতা খুলে বান্দা হাঁটছে মসজিদ টু মসজিদ
প্রাণে তার তখনো রাতের বাগান
অন্ধকারের ফুল ফোটে বারংবার
নাকে তার নিকষ কালো ঘ্রান
রাতের কাছে তারা একটি দিন চেয়েছিল
দিনের কাছে রাত-- একটু বদল
একটু বদল নাকি চোরকে  বানায় আউলিয়া
পিতাগনকে বলতে শুনেছি চোরে না শুনে ধর্মের কাহিনী
বুকপকেটে ধর্মের ছবি, প্রানে প্রানে ভন্ডামি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন