মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

স্ব

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

আসলেই সুখ, স্বর্গ সুখ এপারে কিংবা ওপাড়ে থাকে না-- এটিই নিতান্ত নিজের ভেতর থাকে, নিজের মধ্যে থাকে(Beauty is not in things but in us)।

ধরেন আপনি অসুস্থ, আপনার জিব্বাটি যে খাবার হাইতে সবচেয়ে বেশি লালায়িত তাহে, যে হাবার খাইয়া আপনি সবচেয়ে বেশি স্বাদ অনুভব করেন সেই খাবারও আপনার কাছে স্বাদহীন মনে হবে। তাইলে আপনি বলতে পারেন না খাবারের স্বাদ নেই, আপনি বলতে পারেন আফনার স্বাদ আস্বাদন ক্ষমতার ঘাটতি অইছে। তবে এ কথা সত্যি, মাইদদে মাইদদে খাবারও অসুস্থ হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন