বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

তোমাকে একটি বার বলেছিলাম
`থামো', তুমি আমাকে থামিয়ে দিয়ে চলে গেলে আমাজন বনে, সিংহ আর বাঘের সাথে শুরু করলে বসবাস,একবার যদি বলতে আমি যাচ্ছি, বহুবার আমি তোমার পথ আটকে ধরতাম, সারা শরীরের রক্ত মেলে ধরতাম তোমার ভ্রমণপথে ,নিশ্চিত আমার রক্ত তোমার বর্ডার হয়ে থামিয়ে দিতো গতিপথ,একবার থেমে গেলে গতি দেখতে কচ্ছপশপথ-- অপেক্ষমান লালায়িত হাজারো মানুষের মধ্যে একজনই তোমার আপন, আপন ছেড়ে কালে কালে তুমি হয়ে গেলে পর, হরিণ তুমি বাঘের সাথে শুরু করো সংসার জীবন,
দুঃখ হয়, কষ্ট হয় তোমার যেমন
আমিও আছি বন্ধু তেমনি তেমন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন