বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

জ.

দয়াল আমাকে দেখার সুযোগ দিয়েছেন
দেখানোর সুযোগ দেন নাই আর
তাই দেখে যাই বোবা কোনো মিমির মতো চুপচাপ
অপার হৃদয়ের কাছে থেকেও আমি হৃদয়হীনা শোকে হতাহত
সন্ধ্যায় সময় নেমে আসে, সন্ধ্যায় ক্লান্তি নেমে আসে
হাজার বছরের ক্লান্তি গো আমার তোমার দেহ কভু কালিমা লাগে না
দূরে গেলেও কাছে থেকে যাও-- কাছ থেকে আরও কাছে
মহাজাগতিক ছারপোকা পিছু ছাড়ে না আমার
পাতানো ম্যাচের মতো জেগে ওঠি বারবার -- ছক্কা মারি, চিৎকার করি, পাতানো কান্নায় মরি মরি  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন