ও রেজা ভাই, দিনক্ষন কেমন যাচ্ছে?
তোমারে ধরা যায় না ক্যান?
অহন তুমি গুড্ডির লাহান উড়ো, আবার তহন চুপচাপ বইয়্যা তাহো আলগা ঘরের লাহান-- একবার তোমারে হুদাই আলাবালা মনে অই-- না না, একটু পরেই দেখি তুমি একটা আস্ত মেঘের পিন্ড-- হাটতে হাটতে ঝমঝম কইরা পড়ো-- তোমারে কত ডাহি, ফোন করি গোয়াল ঘরে বইস্যা এক কাপ তরিকতের চা খাওয়ার জন্য-- তোমার সময়ই নাই--আবার দেখি হুদাই হুদাই বইয়্যা আছো ঘন্টার পর ঘন্টা-- ও রেজা ভাই, তুমি হালি হালি কার কতা ভাবো? কৃষ্ণ রাধা আলেকজান্ডার না প্যারিসের কতা, না তুমি কী ভাববা এইডা নিয়া ভাবতেছো রেজা ভাই?
ভাবনার শেষ নাই, শুরু না-- ভাবনাই সাই আমার হেলা করে-- উত্তর দহিনে ভানুমতীর হেল দেখায়-- তুমিও ভানুমতীর হেলে পড়ছো রেজা ভাই-- তোমার কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই-- একদিন বেনলাইতে চোখ মিললাই দেহুম তুমি আর মানুষ নাই-- হয় পাখি নয় সাগরের জল অইয়্যা গেছো -- আমি তখন পালক নতুবা পরমানু হইয়্যা তোমার লগে মিইশ্যা তাহুম-- তুমি যতই আমারে দুরে লাহ আমি তোমারে ছাড়ছি না রেজা ভাই, ছাড়ছি না
তোমারে ধরা যায় না ক্যান?
অহন তুমি গুড্ডির লাহান উড়ো, আবার তহন চুপচাপ বইয়্যা তাহো আলগা ঘরের লাহান-- একবার তোমারে হুদাই আলাবালা মনে অই-- না না, একটু পরেই দেখি তুমি একটা আস্ত মেঘের পিন্ড-- হাটতে হাটতে ঝমঝম কইরা পড়ো-- তোমারে কত ডাহি, ফোন করি গোয়াল ঘরে বইস্যা এক কাপ তরিকতের চা খাওয়ার জন্য-- তোমার সময়ই নাই--আবার দেখি হুদাই হুদাই বইয়্যা আছো ঘন্টার পর ঘন্টা-- ও রেজা ভাই, তুমি হালি হালি কার কতা ভাবো? কৃষ্ণ রাধা আলেকজান্ডার না প্যারিসের কতা, না তুমি কী ভাববা এইডা নিয়া ভাবতেছো রেজা ভাই?
ভাবনার শেষ নাই, শুরু না-- ভাবনাই সাই আমার হেলা করে-- উত্তর দহিনে ভানুমতীর হেল দেখায়-- তুমিও ভানুমতীর হেলে পড়ছো রেজা ভাই-- তোমার কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই-- একদিন বেনলাইতে চোখ মিললাই দেহুম তুমি আর মানুষ নাই-- হয় পাখি নয় সাগরের জল অইয়্যা গেছো -- আমি তখন পালক নতুবা পরমানু হইয়্যা তোমার লগে মিইশ্যা তাহুম-- তুমি যতই আমারে দুরে লাহ আমি তোমারে ছাড়ছি না রেজা ভাই, ছাড়ছি না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন